কবিতা নয় কষ্টগাঁথা
কোথাও ক্ষরণ
কোথাও রাত্রি শেষ হবার অপেক্ষা
কোথাও মরণ
কোথাও নতুন জন্ম দেয়ার চেষ্টা
ঠিক এখন, শিশিরে কেউ করে স্নান
কেউ এক সাগর জলেও ম্লান
কারও কানাকড়ি নেই তবু অঢেল ইচ্ছা
স্বপ্ন দেখে কেউ মেটায় তেষ্টা
কেউ চিন্তায় জেগে থাকে
কেউ দুঃখ লুকিয়ে হাসি হাসি মুখ করে ঘুরে
কেউ না বলা কথা লিখে রাখে
কেউ সুর দিয়ে আকাশে জমা রাখে
প্রকৃত প্রকাশ... বাকিটুকু পড়ুন
