জয় বাংলা! জয় বাংলা!
হাজার জনতার শ্লোগানে শ্লোগানে
রক্ত দোলে, দোলে বাংলাদেশ
শাহবাগ দোলে, দোলে বিশ্বদেশ।
ঊনসত্তুর দেখিনি, দেখিনি একাত্তর
সত্য জানিনি, শুনিনি সঠিক ইতিহাস
প্রেরণা পাইনি, পাইনি তেমন কোনো শক্ত আশ্বাস
তবুও দোলে, দোলে বাংলাদেশ।
উঠেছে তুফান, লেগেছে বাণ
দিকে দিকে ছুঁয়েছে একই তান
রক্তের ঋণ শুধিবে এবার, রক্ত দিয়েছে দারুণ টান।
আধমরা জাতি ঘুমিয়েছে যখন, জাগ্রত হয়েছে নবীন প্রাণ
নিয়েছে শপথ, দিয়েছে শ্লোগান – ‘প্রতারক তুই বাংলা ছাড়’।
শহীদের মাটি জন্ম দিয়েছে, দিয়েছে বিদ্রোহ শরীরময়
কৃতঙ্গ সন্তান জন্ম নিয়েছে, ফিরেছে তারা জয়ী বাংলায়।