ঔদ্ধ্যত বাহু উঁচিয়েছি যেদিন
ভাবিনি আসিবে পালা একদিন
অমাবশ্যা ও পূর্ণিমার পালাবদলে এসেছে যে পালা
নত করিতে হইবে শির।
বলিষ্ঠ হাত উর্ধ্বে তুলে আমি
গোয়ার গানে মাতিয়েছি ভুবন
বুঝিনি আমি বুঝিনি তোমার সুক্ষ্ণ তনু মন।
যেদিন পাশে ছিলে তুমি ক্ষীণকায়ায়
আমি দেখিনি চোখ তুলে সে ঊজ্জ্বল তারায়
আমার ধীর পরাজয়।
বুকের পিঞ্জরে রেখেছি তোমায়
ভাবিনি দিনে দিনে বাড়িয়াছে তাপ
তাপে তাপে জ্বলিয়াছো তুমি
চলিয়াছো দূর অজানায়।
রঙিন পৃথিবীর ডাকে তুমি ছেড়েছ আমায়
মুক্ত বাতাসে শ্বাস নিয়ে বেঁচে আছো আজ
ভুলিনি আমি ভুলিনি তোমার নাম।
ভাঁজ করা হাটু, প্রার্থনার হাত
মেঙ্গেছে আজ তোমারি মাফ
নত যে আমি সে-তো তোমার কাছে
কেমন লাগে আমার নত হওয়াতে?