গন্তব্যের দেখা আমি পেয়েছি কয়েকবার
শুধু পৌঁছাতে পারিনি
পৌঁছানো যায় না
জলে নেয়ে জলকে না বলা যায় না।
দিগন্ত রেখায় মিশে যাওয়ার ভয়ে
তীব্র ঠান্ডায় বরফ জলে ভিজিয়েছি শরীর
টুটি টিপে হত্যা করেছি বাসনার খোয়াব
উদ্ভ্রান্ত হয়ে ঘুরে ফিরেছি বুধ হতে প্লুটোর পথে।
আর কি আমি করতে পারি
কতবার হত্যা করতে পারি আমার নিষ্পাপ সাধ
কতবার সামলাতে পারি দু’টি হাত ধরে নিমগ্ন হওয়ার লোভ
চোখের তারায় তারায় মিলনের সুখ ?
গন্তব্যের দেখা আমি পেয়েছি কয়েকবার
শুধু পৌঁছাতে পারিনি
পৌঁছানো যায় না সব সময়।