জায়গাটার নাম উলুরু (uluru) . আপনি যখন গুগলে এই নামে সার্চ দিবেন আর যখন ইমেজে ক্লিক করবেন ২ মিনিটের জন্য আপনাকে থমকে যেতে হবে ! কারন প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই একটা বড় পাথরের পাহাড় , যা ক্ষণে ক্ষণে রঙ বদলায় । একে আয়ারস রক ও বলা হয়।
আয়ারস রক (Ayers Rock) হলো এমন এক পাহাড় যা মাঝে মাঝেই নিজের রঙ বদলায়। ভৌগলিকভাবে এ আয়ারস রকের অবস্থান অস্ট্রেলিয়ায়। বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের জন্য অনেকেই একে যাদুর পাহাড়ও বলে থাকেন।
আশ্চর্যজনক এই আয়ারস রক পাহাড়টির স্বাভাবিক রঙ লালচে কমলা, তবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘটে অদ্ভুত যত ঘটনা। সকালে সূর্যের আলোর বিচ্ছুরণ পাহাড়ের গায়ে পড়লেই মনে হয় যেন আগুন ধরে গেছে এর গায়ে। বেগুনী ও গাঢ় লাল রঙয়ের শিখা বের হয়ে আসে পাহাড় থেকে। কেবল সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সমেই নয়, সারাদিনই চলে রঙ বদলের এ খেলা।
পাহাড়টি প্রথমে হলুদ থেকে কমলা, পরে লাল ও মাঝে মাঝে বেগুনী কখনও গুমোট কালো রঙ ধারণ করে। পাহাড় জুড়ে অসম্ভব রহস্যের আনাগোনা। রঙ রহস্যের আয়ারস রকের মাধুর্য মুগ্ধ করে যে কাউকে। অদ্ভুত এ পাহাড়টি সম্পূর্ণই একটি প্রস্তর খণ্ড। এর গঠনটাই অদ্ভুত। সূর্যরশ্মির আপতন কোণের পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে এর রঙ পরিবর্তন হয়।
সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় সূর্য রশ্মিতে লাল ও কমলা রঙের আধিক্য থাকে। ফলে এ সময় পাহাড়টিকে লাল কিংবা কমলা মনে হয়। দুপুরের দিকে সূর্য রশ্মিতে অন্যান্য রঙের প্রাধান্য থাকে তাই ক্ষণে ক্ষণে পাহাড়টিও রঙ বদলায়।
অস্ট্রেলিয়ান সরকার পাহাড়টি পর্যটকদের পরিদর্শনের সুবিধার্থে এর কাছাকাছি ৪৮৭ বর্গমাইল এলাকা জুড়ে মাউন্ট ওগলা ন্যাশনাল পার্ক গড়ে তুলেছে।
--গুগল মামুর কাছ থেকে পাওয়া
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১