বাংলাদেশের সেরা কলেজগুলোর একটি রাজউক কলেজ ।এবার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ এর প্রথম বর্ষের তিনজন ছাত্রকে নাজেহাল করা হল দাড়ি রাখা এবং টাখনুর উপরে প্যান্ট পরার কারনে। আজ রাজউক কলেজ এর দিবা শাখার বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ‘এ’ সেকশন এর তিনজন ছাত্রকে দাড়ি রাখা এবং টাখনুর উপরে প্যান্ট পরা নিয়ে ‘এ’ ফর্ম (সেকশন) এর ফর্ম টিচার নাজনীন আক্তার (NAR মিস) ছাত্রদেরকে বেশ বকাঝকা করেন। এক পর্যায়ে উনি খুব ক্ষিপ্ত হয়ে পরেন। উনি পরে বলেন,এই তিনজনকে উনি উনার ‘এ’ ফর্ম এ রাখতে পারবেন না। শীঘ্রই এই ব্যাপার এ বোর্ড মিটিং বসানো হবে সিদ্ধান্তের জন্য।এই ঘটনা ছেলে তিনটির সহপাঠীদের কাছ থেকে জানা যায়। সহপাঠীদের কাছ থেকে আর ও জানা যায়, এই তিনজনকে পরে ওয়াশরুমে গিয়ে কাদতে দেখা যায়।
*প্রত্যেক মুসলিম এর জন্য দাড়ি রাখা ও টাখনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক*
সবই বুঝলাম,কিন্তু প্রশ্ন হল মিস-
১।যখন আপনার ফর্ম/ কলেজ এর ছেলেরা কোমরের এক হাত নিচে প্যান্ট পরে তখন আপনি কি করেন?
২।যখন আপনার ফর্ম/কলেজ এর ছেলেরা স্টাইলিশ হেয়ারকাট দিয়ে অর্ধেক বয়াম জেল মাথায় দেয় তখন আপনার ডিসিপ্লিন কোথায় থাকে ?
৩।যখন আপনার ফর্ম/কলেজ এর ছেলেরা শার্ট এর কলার উঠিয়ে, স্লীভ গুটিয়ে পাঙ্কু সেজে আসে তখন আপনার বোর্ড মিটিং কোথায় থাকে ?
(এইসব তো শুধু কয়েকটা বললাম, আর মেয়েদের কথা তো আনলামই না)
_ আসলে ডিসিপ্লিন তো না আপনাদের প্রবলেম অন্যখানে। কিছু কিছু মানুষের যত চুলকানি সব ..... নিয়ে।