সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র বেশধারী সন্ত্রাসীদের হামলা- AIUB
ক্যাম্পাসে পুলিশ !
সাউথ ইস্ট ইউনিভার্সিটির কতিপয় ছাত্রবেশী সন্ত্রাসীর হামলায় গত ১০
ফেব্রুয়ারী এ.আই.ইউ.বির CSE ডিপার্টমেন্টের ৫ ছাত্র আহত হওয়ার পর আজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজমান ছিলো।
এ.আই.ইউ.বি অফিস সুত্রে জানা যায়, গতকালের ঘটে যাওয়া সংঘর্ষেরব্যাপারে ভার্সিটি অথরিটি এখনও কোনো প্রকার একশনে যায়নি ! এর কারণ সম্পর্কে জানতে চাইলে EEE-র এডমিন অফিস থেকে জানানো হয়, একদিনের মধ্যে সন্ত্রাসী শিক্ষার্থীদের সনাক্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহনের আল্টিমেটাম দিয়ে এ.আই.ইউ.বি অথরিটি সাউথ ইস্টইউনিভার্সিটিকে ইতোমধ্যে নোটিশ
পাঠিয়েছে। এর প্রেক্ষিতে সাউথ ইস্টের প্রতিক্রিয়া দেখে এ.আই.ইউ.বি পরবর্তী পদক্ষেপ
গ্রহণ করবে। গতকাল মামলার প্রস্তুতি নিয়েও কেন আজ আবার আল্টিমেটাম দেয়া হলো- এ প্রশ্নের কোনো সদুত্তর এসিট্যান্ট এডমিন অফিসার দিতে পারেনি। তিনি এসময় সবাইকে ধৈর্য্য
ধরার আহ্বান জানান।
আজকে AIUB-র EEE ও CSE ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। অনেক পুলিশ সদস্যকে এসময়ে ক্যাফেটেরিয়াতেও ঘুরতে দেখা যায়। এতে করে এ.আই.ইউ.বিয়ানদের মাঝে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এডমিন অফিস থেকে জানানো হয়, পুলিশ ওয়াশরুম
ব্যবহারের জন্যেই ক্যাম্পাসে ঢুকেছিলো, অন্যকোনো কারণে নয়।সাউথ ইস্টের সামনেও পুলিশের
উপস্থিতি ছিলো উল্ল্যেখযোগ্য।
সন্ত্রাসীদের হাতে এ.আই.ইউ.বির শিক্ষার্থীরা আহত হওয়ার পর এখন দুই ভার্সিটির সামনে পুলিশ মোতায়েন করে আসলে কার নিরাপত্তা প্রদান করা হচ্ছে- অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। তবে দায়িত্বপালনরত এক পুলিশ সদস্যকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান- গতকালকের ঘটনার জের ধরে যেনো আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয়,
সেজন্যেই এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সাউথ ইস্টকে দেয়া এ.আই.ইউ.বি অথরিটির
আল্টিমেটাম শেষ হবে আজ রাতে। এরপর নিজেদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হামলার উপযুক্ত বিচারআদায়ে এ.আই.ইউ.বি অথরিটি কী পদক্ষেপ
নেয়-সেদিকেইতাকিয়ে আছে এ.আই.ইউ.বিয়ানরা।তবে ভার্সিটি অথরিটি শেষতক উপযুক্ত
কোনো ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে সুযোগ পাওয়া মাত্র এ.আই.ইউ.বিয়ানরাই এই হামলার
দাত-ভাঙ্গা জবাব দেবে বলে আবীরের ব্যাচমেটরা জানিয়েছেন।
Follow earlier post- Click This Link এ কোন ধরনের মধ্যযুগিও বর্বরতা ! ! সাউথ ইস্ট ইউনিভার্সিটির সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত ৫ এ.আই.ইউ.বিয়ান ।