আজকের ঘটনার দায় কার?
কে জামাত শিবিরকে এই সুজোগ করে দিয়েছে সাধারণ মুসল্লিদের আবেগকে নিয়ে খেলা করার?
একমাত্র দায় শাহবাগের তথাকথিত লিডারদের।
তারা যদি শাহবাগের মঞ্চে থাবা বাবার মত ইসলাম বিদ্বেষি নাস্তিকের জানাযা নিয়ে, "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের ডায়লগ না দিত, তবে আজকে জশিরা সাধারণ মুসলিমদের আবেগ নিজেদের পক্ষে টানার সুযোগটা পাইত না।
অথচ এখন দেখা যাচ্ছে যে থাবা বাবার মৃত্যুর পিছনে অন্য কোন কারণ এমনকি পরকীইয়াও থাকতে পারে। সুত্রঃ 'খুনী যদি শিবির না হয় তাইলেও তাদের খুনী বানায়া আসলগুলারে ছেড়ে দিবো?
চরম ইসলাম বিদ্বেষিকে "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" টাইপের বাম মার্কা কথাবার্তা আর জামাতি ইসলামির বিরুদ্ধাচারণ করতে গিয়ে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলে জামাতি ইসলাম সহ নিজেদের বিপক্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও দাড় করিয়ে দেবার ফল আজকের এই অরাজকতা।
জামাতি ইসলামি যে কিছু একটা করার চেষ্টা করবে এটা সহজেই বোধগোম্য। সরকারের বড় ভুল, জামাতি ইসলামকে সময় দেওয়া। সরকারের উচিত ছিল যত দ্রুত সম্ভব জামাতি ইসলামির বিরুদ্ধে একশনে যাওয়া। আর শাহবাগের নেতৃত্বের বড় ভুল, জামাতি ইসলামির সাথে অন্যান্য দলকেও এই আন্দোলনের বিপক্ষে দার করিয়ে দেওয়া। সাথে থাবা বাবার মত ইসলাম বিদ্বেষীকে বীরের মর্যাদা দেওয়া।