প্রতিবছর কোরবানীর ঈদ আসলেই ব্লগে কিছু লোক নিজেদের জীবপ্রেম প্রদর্শন করতে গিয়ে তারা মুসলমানদের ত্যাগের মহিমা বিজড়িত পবিত্র ঈদুল আজহার পশু কোরবানী নিয়ে কটাক্ষ করতে থাকে। তারা আবার কেউ কেউ নিজেদেরকে বিজ্ঞানমনষ্ক / মুক্তমনা / জীবপ্রেমী হিসেবে দাবী করে। তাদেরকেই বলছি-
আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকাটা একটু স্মরণ করে দেখুনতো, বৃক্ষ নিধন না করলে আপনার ভাত, রুটি, শাক-সবজি ইত্যাদির যোগান বন্ধ হয়ে যাবে। কারন এই খাবার গুলোর উৎস কোন না কোন বৃক্ষ (ধান গাছ, গম গাছ, শাক-সবজি গাছ ইত্যাদি), প্রকারভেদে ভিন্ন ভিন্ন ধরনের বৃক্ষ। তাইলে আপনি খাবার খাওয়া বন্ধ করে দিন। ফলশ্রুতিতে বৃক্ষ নিধন কমে যাবে বা বন্ধ যাবে।
আবার আপনার খাদ্য তালিকায় যদি মাছ, মাংস, ডিম যুক্ত থাকে। তাইলে হিসেব করে দেখুন- প্রতিটা ডিম খাওয়ার মধ্য দিয়ে আপনি একটা করে মুরগী/হাঁস নিধন করছেন। এক টুকরো মাছ খাইতে চাইলেইও আপনাকে একটা মাছ নিধন করতে হচ্ছে। মাংসের ব্যাখাতো আপনার বক্তব্যেই আছে।
এতে প্রমানিত হল যে, খাদ্য ভক্ষণ করতে হলে আপনাকে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে কোন না কোন জীব নিধন বা হত্যাকান্ডের সাথে যুক্ত হতে হচ্ছে। তাই এখন হতে আপনি খাদ্য গ্রহন বন্ধ করে দিন। সব সমস্যা সামাধান হয়ে যাবে।
(অাসলে কারো ক্ষতি চাওয়া আমার উদ্দেশ্য নয়, অন্য কোন কিছুর সমালোচনা করার আগে নিজের সমালোচনা করন, নিজের ভুল সংশোধন করুন। বিজ্ঞানকেও ভাল ভাবে বুঝুন- সকল জীবের লাইফ সাইকেল ভাল ভাবে পড়ুন, তাইলে সামাধান খুজে পাবেন।)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯