প্রতিটি মানুষের মৃত্যুর পর আরেকটি জীবন আছে । আর এর জ্বলনতো এবং সত্য প্রমাণিত সে মানুষ নিজেই অথবা আপনি,আমি, আমরা নিজেরাই ।
দেখুন আমাদের মধ্যে অনেকের আছে ঘুম অনেক কম । আবার অনেকে আছে রাতে ঘুম আসে না,ঔষুধ খেয়ে ঘুমাতে হয় ।আবার অনেকে আসি নিয়ম মতোই ঘুমাই । যাক ওসব বিষয় বিস্তারিত পরের প্যারায় আলোচনা করবো তবে সকলের মনে রাখা উচিৎ পৃথিবী চলছে পৃথিবী নিয়ম মতো তবে এই নিয়ম গড়ার এবং নিয়ম হ্যান্ডিলিং করারও একজন মালিক আছে ।আর তিনি হলেন পরম করুনা ময় সৃষ্টি কর্তা আল্লাহু ।
আচ্ছা চলুন একটা বিষয় একটু ভেবে দেখি আমরা
যখন ঘুমের দেশে চলে যাই তখন আমাদের দেহ হয়ে যায় অচেতন । কিন্তু মন সত্বা ও আমাদের আত্মা বিভিন্ন দেশ বিদেশ সহ কত দেশে ঘুরে বেরাই ।
রাইট আপনার ধারনা সঠিক হ্যা আমি আমাদের স্বপ্ন বা স্বপ্নের দেশের কথাই বলছি ।
এমনকি স্বপ্ন পলকে করি আমরা নানা ধরনের খুন খারাপি সহ আরো অনেক খারাপ কাজও ।
অনেক আছি রাতেই কি দিনেই কি ঘুমের ঘরে
গরিব থেকে ধনী আর ধনী থেকে গরীব হয়ে যাই ।
আবার অনেকে সাধারন মানুষ হয়ে বাস্তব জীবন থেকে যখন ঘুমের দেশে পারি জমাই তখন রাজা মন্ত্রী হয়েও যাই ।
তাহলে এ বিষয়গুলো একটু ভাবলেই আমরা একটি সঠিক জবাব পেয়ে যাই আর তা হলো কোন ভাবে অস্বিকার করার মতো শক্তি নাই যে মৃত্যুর পরে নিশ্চিত আরেকটি পৃথিবী আছে তবে সেটা রিয়েল পৃথিবী সেখানে কোন স্বপ্ন নাই সেখানে কোন মৃত্যাযু নাই যা আছে সব সত্য ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৪