বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন এলআরবি আয়ুব বাচ্চু।উনি ছিলেন রক সংগীতের সম্রাজ্যে গুরু আজম খানের পরবর্তী আরেক সম্রাট।তিনি গীতিকার এবং সুরকার ও কন্ঠ তিন মিলে অন্য আরেক জনপ্রিয় রকস্টার।আর সেজন্যয়ই তার মৃত্যুতে বাংলা সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। দেশের বাইরেও আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর গুরুত্বসহ প্রচার করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম।আমরা গভীর শোকহাত।আর ওই সকল গণমাধ্যমেই উঠে এসেছে বাংলা রক গানে তার অর্জন ও কৃতিত্বের কথা।
তাকে নিয়ে জার্মানির রাষ্ট্রীয় মিডিয়া কোম্পানি ডয়েচে ভেলের বাংলা সংস্করণে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চু একটা সবুজ বাংলা গান শীর্ষক প্রতিবেদন।পাশাপাশি ভক্তদের কাঁদিয়ে এবি উড়াল দিলেন আকাশে শিরোনামে আইয়ুব বাচ্চুর জীবনের বিভিন্ন স্থিরচিত্র নিয়েও একটি ফটো স্টোরি প্রকাশ করেছে ডয়েচে ভেলে।অন্যদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির বাংলা সংস্করণ তাদের শিরোনামে লিখেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু মারা গেছেন শনিবার চট্টগ্রামে তার দাফন।
বিবিসি বাংলায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সামাজিক মাধ্যমে সংগীতশিল্পীদের প্রতিক্রিয়া শিরোনামেও অন্যরকম আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় ছেপেছেন চলে গেলেন বাংলাদেশি রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চ। এই প্রতিবেদনে বলা হয়েছে বিপ্লবী রক গায়ক হিসেবে বাংলা গানে চিরস্মরণীয় হয়ে থাকবেন এল আর বি আয়ুব বাচ্চু। আধুনিক ও ধ্রুপদী এবং লোকজ আঙ্গিকের গানে নতুন মাত্রা এনেছিলেন আয়ুব বাচ্চু।
টাইমস অব ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদনের শিরোনাম আইয়ুব বাচ্চুর প্রয়াণে শোকাহত বাংলাদেশ এবং ভারত। এতে কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়, সাহানা বাজপেয়ী, বিক্রম ঘোষের অরিন্দম চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ ব্যানার্জির শোকগাথা তুলে ধরা হয়েছে। কলকাতার শীর্ষ বাংলা পত্রিকা আনন্দবাজার তারাও আইয়ুব বাচ্চুকে লিখেছেন রুপালি গিটার ছেড়ে চলে গেলেন আইয়ুব বাচ্চু। তারা উল্লেখ করেছেন সবার কাছে আইয়ুব বাচ্চুর পরিচয় ছিল গিটারের জাদুকর। ভারতের দ্য টাইমস গ্রুপের ২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল টাইমস নাউ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে ৫৬ বছর বয়সে চলে গেলেন বাংলাদেশি রক সেনসেশন আইয়ুব বাচ্চু। তাদের মন্তব্য, বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে তুমুল জনপ্রিয়তা রয়েছে আইয়ুব বাচ্চুর। ভারতের ওয়ান ইন্ডিয়ার বাংলা সংস্করণ শিরোনাম করেছেন মায়ের কবরের পাশে শায়িত থাকবে আয়ুবের শবদেহ গায়কের মৃত্যু সংবাদে শোকাহত বাংলা। এতে বলা হয়েছে রুপালি গিটার সত্যিই ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু। কলকাতার এই সময় পত্রিকার অনলাইন সংস্করণ প্রকাশ করেছেন থেমে গেল রুপালি গিটার চলে গেলেন আইয়ুব বাচ্চু।আমাদের বাংলাদেশের পাশাপাশি পুরো বিশ্ব আজ এল আর বি জনপ্রিয় রকস্টার আয়ুব
বাচ্চু;র জন্য শোকহাত।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩