কি আর করার যেখানেই যাই শুধু ক্যাচাল আর ক্যাচাল । যেমন যেদিন প্রথম ঢাকায় আসলাম সেদিন সকালে ঢাকার এক হোটেল নাষ্টার টেবিলে মেচিয়াররে ছেলেটাকে নাষ্টার কথা বলে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে শেষে নাষ্টা না করে ক্যাচাল পাকিয়ে হোটেলের টেবিল ছেড়ে যেয়ে বসলাম এক চা এর দোকানের টেবিলে চা রুটি দিয়ে নাষ্টা করার জন্য,সেখানেও বেশি ভিড় থাকার কারনে চায়ের দোকানির
সাথে চা রুটি না পেয়ে ক্যাচাল করে দোকান ছাড়তে হল ।
এখানেও ব্লগীং করতে এসে যেদিন ব্লগে অ্যাক্টিভিসন হলাম সেদিন মডারেশন স্ট্যাটাস দেখলাম আপনি নতুন ব্লগার আপনাকে সামহোয়্যারইন ব্লগে স্বাগতম ! বেশ ভাল কথা এর পর লেখা ছিল আপনাকে প্রথম পাতায় লেখতে হলে তিন দিন অপেক্ষা করতে হবে,
বেশ করলাম, মাত্র ৩দিনইতো নাকি সামনে জীবনের কত বড় দীর্ঘ লম্বা একটা সময় বাকি আছে সেখান থেকে না হয় ৩টা দিন বাদই দিলাম ।আল্লা তিনদিন গেল ৪দিন গেল এভাবে পাঁচদিন দেখার পরেও দেখি প্রথম পাতায় লেখার কোন সুযোগ নাই পরে আর কি করার বুঝতে পারলাম এ ব্লগের সিষ্টেমে কোন ভুুল আছে না হলে ব্লগ কৃতপক্ষ মিথ্যে বাদী এ সারা আর কিছু ভাববার অপশন খালী নাই ।
না হলে কি করে ৩দিনের বদলত ৭দিন হয় ।
ব্লগ কৈতিক পক্ষকে বলছি শুনেন দয়া করে মিথ্যে কথা লেখিয়া রাখিয়া আপনেরা পাপীও হইয়েন না আর মানুষকে বিভ্রান্তি কইরেননা।
যা সত্য তাই লেখে রাখুন । তাতে কেউ আপনাদের ভুল ধরতে পারবে না । আর না হলে এইযে আমি এসেই আজ প্রথমই একটি ভুল ধরলাম । এরকম সকলে আসবে আর শুধু ভুল ধরবে । আল্লাহু আপনাদের মঙ্গল করুন।
আচ্ছা ভালো একটা কথা ওই যে মডারেশন স্ট্যাটাস দেখলাম আপনি একজন নিরাপদ ব্লগার । আচ্ছা বাপু বুঝলাম আমি নিরাপদ । টা
আমি কেমন নিরাপদ সেটা কি জানতে পারি ?
না মানে ধরেন আমি এখানে কথায় ক্যাচাল করলাম আবার কারো লেখা পছন্দ হলো না তাকে উল্টাপাল্টা খারাপ ভাষায় গালিগালাজ করলাম এই ইত্যাদি ।তখন কি আমি নিরাপদ থাকতে পারমু ? নাকি আবার এই রকম কোনটা ?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩