আমি এক জ্বলন্ত বরফ টুকরো।
প্রতিনিয়ত দুঃখ-হতাশার সঙ্গম কুরে কুরে খায় আমায়,
অন্তরমহলে দাবানলের লেলিহান শিখায় দগ্ধ হতে থাকি।
পোড়া হৃদয়ের উৎকট গন্ধ আসে।
নিজেকে পৃথিবীর ছাঁচে ফেলে গড়ে নিতে শিখেছি,
শিখেছি বিষণ্ণতাকে কবর দিয়ে অনবদ্য অভিনয়,
শিখেছি মন খুলে হাসির মায়ার কাপড় জড়াতে।
অনন্তকালের দহনের পর আজ আমি মুখোশধারী,
বাহিরে আমার বরফের প্রলেপ।
অন্তরমহলের খবর আর নেওয়ার প্রয়োজন বোধ করে না ডাকপিয়নরূপী পায়রা,
আমিও বরফরূপেই আত্মপ্রকাশ করে উজার করে দেই নিজেকে।
অন্তরমহলের দহনে গলতে থাকে বরফের আস্তরণ,
আমিও ব্যস্ত রাখি নিজেকে পুনঃ পুনঃ বরফের আস্তরণে ঢাকতে
কিংবা প্রতিনিয়ত নিখুঁত অভিনয়ের চেষ্টা করতে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬