গন্তব্য
"ভাল থাকবে" - মনকে দিয়েছি সান্ত্বনা।
তারপর কত বিনিদ্র রাত, হাপুস নয়ন
পুড়ে গেছে মনের সবুজ প্রান্তর,
মরে যেতে ইচ্ছে হয়েছে কতবার!
মৃতদেহের সামনে দাঁড়িয়েও যেমন প্রিয়জন ভাবে, ফিরে আসবে
তুমিও এখন আমার কাছে তাই।
মরীচিকা পারেনা ভেজাতে কোন তৃষ্ণার্ত ঠোঁট।
তবু কেন চাতকীর নিষ্ফলা অপেক্ষা?
কাকমুখে শুনেছি, নতুন গন্তব্যে বেশ আছ।
হবে হয়তো
আমিই বুঝি এতকাল মিছেই জেনেছি,
আমরা আমাদের ছিলাম।
যদি কখনও স্মৃতির আয়নায় ভেসে ওঠে সেই চেনা মুখ
বাতাস যুক্তি করে তোমার নাকে ছোঁয়ায় আমার গায়ের গন্ধ,
সন্ধ্যা তারা উদাস চোখে পিছনে ফিরে তাকায়,
সেদিন ফিরে এসো।
সেখানেই আমাকে পাবে একা, অবিচল
যেখানে ফেলে গেছ একদা।
আলপনা তালুকদার
৫ ফেব্রুয়ারী,২০১৮
রাজশাহী।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭