সম্পর্কের রঙ
এক নিমেষে বদলে গেল আকাশের রঙ
ঝলমলে রঙধনুতে এঁকে দিয়েছ কালো কালির আঁচড়
টানেলের শেষপ্রান্তে তাই দূর্ভেদ্য অন্ধকার।
যে চোখে নিজের মুখচ্ছবি দেখে ভোর হতো রোজ
সে আয়নায় ভাসে চন্দ্রমুখীর বাঁকা ঠোঁট
হঠাৎ দূরত্ব বেড়েছে অযুত কোটি যোজন দূর।
বারান্দায় চায়ের কাপে টুংটাং
ভেজা চুলে মত্ত হবার অভিলাশা
রোজ কিছু অনাকাঙ্ক্ষিত অভ্যস্ত দিনযাপন
তবু ভালবাসার বিনিসুতোয় বাঁধা জীবন।
আমাদের মধ্যে আদৌ কি কিছু ছিল?
কেন তবে ভাঙ্গে পদ্মার পাড়?
গেলই বা বদলে সম্পর্কের রঙ
গহনা তো পারেনা দিতে কম্বলের উষ্ণতা।
সেই থেকে জানালায় অবিরত তুষারপাত
শূন্যের চাষবাসে ক্লান্ত চাষী
মৃত্যুও এতটা দূরত্ব বাড়াতে পারেনা
যতটা বাড়িয়েছে তোমার বদলে যাওয়া মন।
আলপনা তালুকদার
১২ ই ডিসেম্বর, ২০১৭
রাজশাহী।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮