চাঁদের ভাড়া বিশ টাকা
রংপুরে হিন্দুদের বাড়ী পোড়ানো নিয়ে নানান রকম তথ্য পাচ্ছি। প্রথমে শুনলাম স্টেটাস দিয়েছিল এক হিন্দু। পরে শুনলাম, ফেক আইডি থেকে কাজটি করেছিল এক হুজুর! আগে শুনলাম, বাড়ী পুড়িয়েছে মুসলিমরা। পরে শুনছি, বাড়ী পোড়ানোর নেতৃত্ব দিয়েছে এক হিন্দু! আজব দেশ!! আজব তার মানুষ!!!! এ প্রসঙ্গে একটা কৌতুক শুনুন।
এক লোক রিক্সাওয়ালাকে বললেন, "ঐ যে সামনে উঁচু বিল্ডিংটা দেখছ, ওখানে যাব। কত ভাড়া নিবে?" রিক্সাওয়ালা বলল, "বিশ ট্যাকা।" লোকটি অবাক হয়ে প্রশ্ন করল, "বিশ টাকা?!! কাছেই তো যাব। ঐতো দেখাই যাচ্ছে!" রিক্সাওয়ালা নির্বিকারভাবে বলল, "ক্যা সাব, চাঁন্দ ও তো দ্যাহা যায়। তাই বইল্লা চাঁন্দের ভাড়া বিশ ট্যাকা দিবেন?"
মরাল অফ দ্য কৌতুকঃ দেখা গেলেই সব ঘটনা সত্যি নাও হতে পারে। ঘটনার পিছনেও ঘটনা থাকে। কারণ মানুষ বড় হারামি চীজ।
ছবির ব্যাখ্যা : কারো কাপড় ছেঁড়া হলেও সে গরীব নাও হতে পারে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯