বৃদ্ধাশ্রম শব্দটির সাথে আমরা সবাই ই কম বেশি পরিচিতি!!
যখন ১টা ছেলে বাবা-মা কে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তখন মেয়েদের ই দোষ হয়!
যত দোষ নন্দ ঘোষ!
ওকে তর্কের খাতিরে ই মানলাম মেয়েদের দোষ!বাট এক হাতে তালি কি কখনো বাজে??
ওকে মানলাম বউয়ের কথায় ছেলে রেখে আসল বৃদ্ধাশ্রমে!
তাহলে সে কেমন ছেলে যে সে তার জন্মদাতাদের রেখে আসবে ?
সে কেন অন্যায় করবে পিতা মাতার সাথে?
কি তার বিবেক?
যদি মা বাবা তার বউয়ের সাথে ভালো ব্যবহার না করে তাহলে ছেলেকেই বাবা মা কে বুজাতে হবে R বউ যদি খারাপ ব্যবহার করে বাবা মার সাথে তাহলে ও তাকে বুজাতে হবে!
১টি মেয়ের এতো সাহস আসে কোথা থেকে!
যে সে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলবে?
এখানে সে অবশ্য ই ছেলের কাছ থেকে লাই/সাড়া পায়!
১টা মেয়ে তখন ই ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলতে সাহস পায় যখন দেখে ছেলেটির তার বাবা মার প্রতি তেমন ভালবাসা দায়িত্ব ফিলিংস নাই!!
ছেলেরা বাবা মা কে ও ভালবাসবে R বউকে ও ভালোবাসবে! বাবা মা তাদের জায়গায় R বউ বউয়ের জায়গায়!অপরদিকে শ্বশুড় শ্বাশুড়ি বৌমা কে ভালবাসবে R সেইম ভাবে বৌমা ও ভালবাসবে শ্বশুড় শ্বাশুড়ি কে!
যেখানে কোন হিংসা থাকবে না!
যে কোন সম্পর্কে ভালবাসা R বিশ্বাস ই আসল R কিছু না ভালোবাসা R বিশ্বাস না থাকলে কোন সম্পর্ক টিকে না এভাবে বহুত সম্পর্ক ভেঙ্গে যায়!
লিখেছেন :-
আমীমা সাকিয়া(ইফা)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭