কিছু মুখোশধারী শুভাকাঙ্ক্ষী মানুষ থাকবে তোমার আশেপাশে,যারা
অত্যন্ত সুন্দর করে মুখোশের আড়ালে তোমার আশপাশ দিয়েই ঘুরবে তখন তোমাকে বুজেও না বুজার ভান করে থাকতে হবে!!
এসব মুখোশধারীরা তোমার চরম বিপদে ভুলেও খোঁজ নিবে না কেননা খোঁজ নিতে গেলে যদি কোন বড় সাহায্য করা লাগে!??
এরা শুভাকাঙ্ক্ষী হিসেবেই কাজ করে..যখন
তুমি চরম বিপদে থাক তখন এরা চরম ব্যস্ততা দেখাবে!! যখন তুমি অনেক কষ্টে বিপদটা সামলে উঠবে কাঁটা ঘা নিয়ে ঠিক তখন ই কথিত শুভাকাংখীরা তোমার খোঁজ নিতে আসবে!কিন্তু এদের প্রধান উদ্দেশ্য খোঁজ নেওয়া নয়!
খোজ নেওয়ার আড়ালে কাঁটা ঘায়ে নুনের ছিটা দেওয়া!!
এত সুন্দর করে এরা নুনের ছিটা দেয় যে বুজেও না বোঝার ভান তোমাকে করতে হবে যেন তারা সত্যি সত্যি ই তোমার বিপদে পাশে থাকতে চেয়েছিল ব্যস্ততায় পেরে উঠে নি !!
এসব মুখোশধারীরা বিপদে তোমাকে রেখে চলে যাবেই.. কোন না কোন এক অজুহাতে। আর যখন বিপদ কেটে উঠা হয় তখন এরা শুভাকাংখীর মতো এসে ঘন ঘন খোঁজ নিবে!!
তখন এদের ভালবাসা জেগে উঠে!!
বিপদ যেরকম ই হোক না কেনো সেটা ছোট বড় যাই হোক না কেনো,
বিপদের সময় যে পাশে থাকে সেই শুভাকাংখী!তাকেই আপন বলে মনে করা হয়!!
এসমস্ত মুখোশধারীরা যতই শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজেকে প্রমাণ করতে চাক না কেন তারা কখনোই
শুভাকাঙ্ক্ষী হয় না!
এরা ভন্ডই থাকে।
লিখেছেন :
সাকিয়া ইফা
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬