.
সিরিয়াস এবং সেনসিটিভ টপিক!
তাই বেশি কিছু লিখতে চাই না....
.
প্রথমত, আমি বাল্য বিবাহের পক্ষেও না,
আবার বিপক্ষেও না
খোলামেলা ভাবে আলোচনা করি আসুন।
.
অনেকেই বাল্যবিবাহ সাপোর্ট করিনা অথচ বাল্য প্রেমকে ঠিকই নীরব সমর্থন দিচ্ছি
.
প্রচলিত Logic হচ্ছে, 'কম বয়সে Pregnant হলে স্বাস্থ্যের ক্ষতি হয়'।
আর কম বয়সে Abortion করলে ক্ষতি হয় না?
ছেলে-মেয়ে অবাধে মেলা-মেশা করছে, Physical রিলেশন করছে, তারপর Abortion
.
আবার কিছু বুদ্ধিজীবী(!) বলেন, "কম বয়সে বিয়ে হলে পড়ালেখায় মনোযোগ নষ্ট হয়।
আর প্রেম করলে তো অনেক মনোযোগ বৃদ্ধি পায়, তাই না?
টিভিতে, রেডিওতে, ফেইসবুকে সবখানে শুধু প্রেম আর প্রেম।
ছেলে-মেয়েদের দুধের দাঁত পড়ার আগেই তারা বুঝে ফেলছে I Love You মানে কি, কাকে বলতে হয়, বলার পর কি করতে হয়(!) ।
.
আবার স্কুলে-কলেজে নাকি কনডম বিতরণ করার উদ্যোগ নিচ্ছে সরকার
Condoms?? I mean seriously?
.
তাহলে আমাদের সমস্যাটা কোথায়?
আমরা নিজেরাই যৌনতাকে উসকে দিচ্ছি।
আমি বাল্য বিবাহ সাপোর্ট করি না, কিন্তু ক্লাস 6-7 এ পড়া ছেলে-মেয়ে Physical Relation করে ধরা
পড়লে বিয়ে দেয়া ছাড়া আর কিছু করার আছে কি?
যারা বাল্য বিবাহের বিরোধিতা করে, তাদের অবশ্যই আগে বাল্য প্রেমের বিরোধিতা করা উচিত!!
মেয়ে সাত-আটটা প্রেম করে বেড়ালে বাবা-মা তো বিয়ে দেবেই । তাহলে?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯