ব্লগ লিখিনা অনেকদিন হইসে, BDCyclists অথবা অন্যান্য সাইক্লিং গ্রুপেই যা দু-চার লাইন লেখা হয়। না লেখার কারন হল ......
ধুরো!! খাজুরে আলাপ বাদ!!
আমাদের SUSTian Cyclists এর মাসুদ ভাই সেদিন ঠিক করলেন, পাংথুমাই যাবেন, বরহিল ঝর্না দেখতে। কবে যাওয়া যায়? ভোটের দিন!!! আমরা যারা লেখাপড়া বা অন্য কাজে নিজ এলাকার বাইরে, তাদের এই দিনে আর কিছু করার নাই, তো হয়ে যাক!
যেই ভাবা সেই কাজ! যাত্রা হল শুরু!
ভার্সিটি এরিয়া থেকে লাক্কাতুরা পর্যন্ত প্যাডেলের উপর দিয়ে গেলাম, মাঝে কিছু ভোটকেন্দ্র পার হতে নিয়ে ভয়ই লাগছিল, কেমন একটা যুদ্ধযুদ্ধ ভাব! লাক্কাতুরাতে আমাদের জন্য অপেক্ষা করছিল এই মামা!
শুরু হল ট্রাকে বাইক তোলা এবং শেষ পর্যন্ত নিজেদের উঠা!
সাহায্যের হাত।
আকাশ!
Yeah! This photo is taken from Bangladesh!!
ঐ যে! ঐ যে! ঝর্না!
প্রায় দেড় ঘণ্টা ট্রাক ভ্রমনের পরে পেলাম "গোয়াইনঘাট ডিগ্রি কলেজ"
ঝাকুনিতে একেকজনের অবস্থা ১২ দু'গুনে ২৪টা। আমাদের সাইকেলগুলোকে আমরা বউ হিসেবে গণ্য করি, কিন্তু ট্রাক থেকে নামাতেই আমাদের আক্কেল সেলামি, একেক জনের সাইকেলে যে কি পরিমান আঁচর! খারাপ মন নিয়েই রওয়ানা দিলাম। গন্তব্য এখনও এগার কিলো!
ভাই, হাপায় গেছি, দুইদা ফটুক?
ছায়াটা যা পরসে না!! আমার পা ডারে পুরাই মাসল বানায় দিসে
এবং, অবশেষে.... এই জিনিস দেখে কি আর ঠিক থাকা যায়?
ইন্ডিয়ার জঙ্গলের ছবি, ভয়ে ছিলাম, কে যেন স্নাইপ করে বসে!
These photos doesn't need any descriptions!
I still can't believe I was there!!
By far the best photo of the tour to me.
অনেক হইসে!! আর পারুম না!! গরমের মধ্যে শুরু হল দাপাদাপি।
"সব কিছু শেষ হয় যেমন এটাও শেষ হল"
ফিরবার পালা,
এবং, ফিরবার পথে....
কি? যাবেন নাকি?
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ ভোর ৫:২৭