নারে না না... নারে না না...
নারে না না... না না...
ভালবাইসা দিছিলাম তরে দুইডা কদম ফুল
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল,
সখি দিবা-নিশি দ্যাখতাম আমি, স্বপন তরে লইয়া...
ক্যান তুই আমারে ডুবাইলি আমার চোখের জল দিয়া?
ফেলায়া আমারে বল যাইবি তুই কই ওই আকাশ দ্যাশে?
বুঝিস আমি দেখমু তরে, তোর চোখের ভিতরে দিয়া
সখি ভুলেও কাউরে মন দিস না, ওই গাঙের কাউয়া চিলেরে,
বুঝিস আমার নজর থাকব সবসময় তোর উপরে।
সখি আল্লা বানাইছে তরে, আল্লা বানাইছে ফুল,
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল
সখি করসস বড় ভুল,
নারে না না... নারে না না...
নারে না না... না না...
যাইতে যদি যাসরে সখি যারে চইলা যা,
দিবানিশির স্বপ্নগুলা যা রে লইয়া যা...
যাইতে যদি যাসরে সখি যা রে চইলা যা,
দিবানিশির স্বপ্নগুলা যা রে লইয়া যা...
সখি আগে যদি জানতাম আমি, দুঃস্বপ্ন দ্যাখতাম না,
রাইত বিরাইতে গানটারে আর চোখের জলে ভাসাইতাম না,
সখি আগে যদি জানতাম আমি, দুঃস্বপ্ন দ্যাখতাম না,
রাইত বিরাইতে গানটারে আর চোখের জলে ভাসাইতাম না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
দৌড়াইবি কত বল তুই আর গোল এই পৃথিবীতে
দৌড়াইতে দৌড়াইতে একদিন খুইজ্যা পাবি তুই আমারে...
সখি সেইদিন তরে দেইখ্যা, সখি ঠ্যাঙ্গা দেখামু আমি!
ছ্যাপ মারমু তর উপরে, ম্যাইনশে করব বমি।
সখি আল্লা বানাইছে তরে, আল্লা বানাইছে ফুল,
কেশবতী কন্যার নাই আর ঘন কালো চুল!!
সখি করসস বড় ভুল,
সখি...করসস বড় ভুল।
কদম অথবা ভালবাসা
কিছু কথাঃ
## গানটা কার লেখা, কবে লেখা, কিভাবে লেখা, কেনই বা লেখা, কিছুই জানিনা, তবে কথাগুলো কাউকে শোনাবার মত, সেই উদ্দেশ্যই লেখা।
## এখানে যে গাচ্ছে, সে আমার বন্ধু রুপম, চিটাগাঙে ওর ভার্সিটিতে, কোন এক রাতে, ঝিঝিপোকাদের সাথে গাওয়া
## সামুতে ব্লগারের সংখ্যা নেহায়েত কম না, এই গানের প্রকৃত লেখক হয়ত পড়বেন, যদি তাই হয়, তাহলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, মানুষ যে কেন শুধু শুধু নেশা করে, এমন দুই-চারটা গান মাঝে মাঝে শুনলেই পারে!
## এখানে ব্যাবহৃত ছবিগুলোর স্বত্বও আমার না, গুগল মামার সহায়তায় পাওয়া
## সবশেষে, কেউ যদি গাইতে আগ্রহি হন, তবে এইযে কর্ড
D... A..... G.... A
(কেউ যদি গানের সাথে সম্পূর্ণ কথা মিলাতে চান! )
নারে না না... নারে না না...
নারে না না... না না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
ভালবাইসা দিছিলাম তরে দুইডা কদম ফুল
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল,
ভালবাইসা দিছিলাম তরে দুইডা কদম ফুল
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল
সখি দিবা-নিশি দ্যাখতাম আমি, স্বপন তরে লইয়া...
ক্যান তুই আমারে ডুবাইলি আমার চোখের জল দিয়া?
দিবা-নিশি দ্যাখতাম আমি, স্বপন তরে লইয়া...
ক্যান তুই আমারে ডুবাইলি আমার চোখের জল দিয়া?
নারে না না... নারে না না...
নারে না না... না না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
ফেলায়া আমারে বল যাইবি তুই কই ওই আকাশ দ্যাশে?
বুঝিস আমি দেখমু তরে, তোর চোখের ভিতরে দিয়া
সখি ভুলেও কাউরে মন দিস না, ওই গাঙের কাউয়া চিলেরে,
বুঝিস আমার নজর থাকব সবসময় তোর উপরে।
সখি আল্লা বানাইছে তরে, আল্লা বানাইছে ফুল,
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল
সখি করসস বড় ভুল,
সখি,করসস বড় ভুল।
ভালবাইসা দিছিলাম তরে......
ভালবাইসা দিছিলাম তরে দুইডা কদম ফুল
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল,
সখি দিবা-নিশি দ্যাখতাম আমি, স্বপন তরে লইয়া...
ক্যান তুই আমারে ডুবাইলি আমার চোখের জল দিয়া?
নারে না না... নারে না না...
নারে না না... না না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
যাইতে যদি যাসরে সখি যারে চইলা যা,
দিবানিশির স্বপ্নগুলা যা রে লইয়া যা...
যাইতে যদি যাসরে সখি যা রে চইলা যা,
দিবানিশির স্বপ্নগুলা যা রে লইয়া যা...
সখি আগে যদি জানতাম আমি, দুঃস্বপ্ন দ্যাখতাম না,
রাইত বিরাইতে গানটারে আর চোখের জলে ভাসাইতাম না,
সখি আগে যদি জানতাম আমি, দুঃস্বপ্ন দ্যাখতাম না,
রাইত বিরাইতে গানটারে আর চোখের জলে ভাসাইতাম না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
দৌড়াইবি কত বল তুই আর গোল এই পৃথিবীতে
দৌড়াইতে দৌড়াইতে একদিন খুইজ্যা পাবি তুই আমারে...
সখি সেইদিন তরে দেইখ্যা, সখি ঠ্যাঙ্গা দেখামু আমি!
ছ্যাপ মারমু তর উপরে, ম্যাইনশে করব বমি।
সখি আল্লা বানাইছে তরে, আল্লা বানাইছে ফুল,
কেশবতী কন্যার নাই আর ঘন কালো চুল!!
সখি করসস বড় ভুল,
সখি...করসস বড় ভুল।
ভালবাইসা দিছিলাম তরেএএএ...
ভালবাইসা দিছিলাম তরে দুইডা কদম ফুল
সেই ফুলরে তুই তুচ্ছ ভাইবা, করসস বড় ভুল।
সখি দিবা-নিশি দ্যাখতাম আমি, স্বপন তরে লইয়া...
ক্যান তুই আমারে ডুবাইলি আমার চোখের জল দিয়া?
নারে না না... নারে না না...
নারে না না... না না...
নারে না না... নারে না না...
নারে না না... না না...
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬