প্রাতঃকাজ সারিয়া......
খাইতে গেলাম সিধা...
খুলিয়া পাকের ঘর, ঢুকিলাম আমি,
কি ছিল সেথায়,
তাহা কি আর জানি?
পেলুম সেথায় "ডালের তলানি"
আর শুকনো রুটি "দুটো"
মন আমার বলিয়া উঠিল...
"আহা!! অমৃত!! অমৃত!!"
গোগ্রাসে গিলিতে গিয়েই
ঘটিল দুর্ঘটনা,
নইলে কি আর আজ এই ছন্দের অবতারনা???
খাওয়া হইতেই অর্ধেক,
পরিয়া গেল সেই ডাল...
ক্ষুধার্ত আমি বলিয়া উঠিলাম...
"ধুর বাল!! ধুর বাল!!"
পিছনের কাহিনিঃ আজ সকালে রাক্ষুসে খিদে নিয়ে উঠলাম, হাত-মুখে কোনরকম পানি দিয়েই ছুটলাম রান্নাঘরে, গিয়ে দেখি সবার খাওয়া শেষ, শুধু আমার জন্য পরে রয়েছে দুটি শুকনা রুটি, ডালও নেই, সবার খাওয়া শেষ... হাড়ির তলানিতে সামান্য ডাল পরে রয়েছে, তো সেই ডাল বাটিতে ঢেলে তা দিয়ে রুটি ভিজিয়ে গলায় ঢুকানোর চেষ্টা চালাতেই হাত ফসকে পরে গেল ডালের বাটি...
হাতে দুটো রুটি নিয়ে বোকচো**র মত দাড়িয়ে লিখে ফেললাম এটি...
(ক্ষুধাই কি সকল কবিতার উৎস?
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮