তখন আমার মধ্যে বেশ একটা জড়তা কাজ করত,অপরিচিত কারো সাথে কথা কথা বলতে পারতাম না, হোক সে যতই আমার ক্লাসমেট....সুতরাং বেশ কিছুদিন বন্ধুহীন কাটাতে হলো,
কিন্তু আর কত? শেষ পর্যন্ত এক ছেলেকে দেখলাম, তার নেমপ্লেটের দিকে তাকাতেই দেখি, তার আর আমার নাম একই!!
দেখলাম তো ভালো কথা কিন্তু তার সাথে কথা বলব কিভাবে?
তো, সে সময় আমার একটা সখ ছিল, বিভিন্ন রকম স্টিকার জমানো, আমি সেই ছেলের কাছে গিয়ে বললাম
"বাবু বাবু! তুমি আমার বন্ধু হবা? তুমি যদি আমার বন্ধু হয় তাহলে তোমাকে আমি 'মিনা' কার্টুনের স্টিকার দেব!!!"
আমার সেই বন্ধু, রুদ্র, জীবনের অনেকগুলো বাক পেরিয়ে আজও তার বন্ধু.....অনেক বেশি কাছের এক বন্ধু, হঠাৎই আজ ফেসবুকে ঢুকে অবাক হয়ে গেলাম, আমার এত কাছের বন্ধুটা এত অসাধারণ ছবি তোলে জানতাম না!
কোথা থেকে কিভাবেই বা তুলেছে জানিনা, কিন্তু দেখতে অসাধারণ লাগছে....
পোস্ট এডিটিংও চোখে পরার মত!!
আরো দুটি ছবি.... দেখে চমকে উঠার মত!!
শাহরিয়ার কবির রুদ্র, যেখানেই থাক, ভালো থাক বন্ধু!
এই প্রথম সিলেটে বসে লেখা অগোছালো এই ব্লগটা সময় করে দেখার/ পড়ার জন্য ধন্যবাদ....
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০২