অনেকদিন ধরেই লেখব ভাবছি.....
কিন্তু কি লেখব?? অন্যসব ব্লগারেরা কত সুন্দর সুন্দর ব্লগ লেখে.... মনে হয় বার বার পড়ি,পড়তেই থাকি......কিন্তু আমি কি লিখব?
শেষে ভাবলাম প্রাইম সার্কেল নিয়েই কিছু একটা লিখি....
এলবামটা ডাউনলোড পর যখন প্রথম শুনতে বসলাম, প্রথমেই একটা ধাক্কার মত খেলাম, Closure শুনে, আমি এতদিন যে প্রাইম সার্কেলকে শুনে এসেছি এ তো সে নয়? ওদের জেনার থেকে বেশ হার্ড লেগেছে গানটা, এরপর Broken promises গানটাও বেশ হার্ড...
কিন্তু টিপিকাল প্রাইম সার্কেলকে পাওয়া গেল এরপরেই! তিন নাম্বার ট্র্যাকে এসে,
Breathing.... দীর্ঘদিন রেডিও টপ চার্টএ থাকা এই গানটাকে অনেকেই She always gets what she wants এর সিকুয়েল বলছেন
যদিও এই গানটি হলো এই এলবামের সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া গান, তবুও কেন যেন খুব একটা মন ভরেনি আমার!
এলবামের মিড-সেকশনে থাকা “Everything you Want” এবং “All Of Me” গান দুটোকে ও বেশ ভালো বলা যায়...
Closure
Breathing
Everything you want
All of me
এই এলবামের আরো সুন্দর গানের মধ্যে আছে
I'm ready
Not the same
turning in my sleep
তবে যত যাই হোক, আমার সব চাইতে প্রিয় গান হলো Turn me to stone.... আমার অনেক রাতের ঘুম হারাম এবং অনেকগুলো ফেবুর স্টাটাসের কারণ এই গানটি, অধিকাংশ সময় সফট পিয়ানোর পর শেষ দিকে এসে যখন ড্রামস আর গিটারের কাজ শুরু হয় তখন কেন যেন আর স্থির থাকতে পারি না.....
turn me to stone
You turn me to stone and I can't move out my way
Turn me to stone and I'll be waiting everyday
You turn me to stone and I watch the seasons change
Your turn me to stone, to stone..........
আর শেষ গান, টাইটেল ট্র্যাক Jekyll & Hydeও বেশ সুন্দর.
Jekyll & hyde
সব শেষে এসে you tube থেকে Castle Lager-এর একটা কমার্শিয়ালের লিঙ্ক, সাউথ আফ্রিকার ক্রিকেট টিমের স্পন্সর অথবা UEFA Champions league এর ENJOY RESPONSIBLY যেভাবেই আপনি Castle lager কে আপনি জানুন না কেন, এই পোস্টের সাথে এই ভিডিওর সম্পর্ক কি??
বেশিরভাগ সময় একটা ব্যান্ড যতটা পরিচিতি পায়,এর পিছনে কাজ করা মানুষ গুলো তার সিকিভাগও পায় না...এই এলবামের প্রডুসার Theo Crous মিক্সার Kevin “The Caveman” Shirley এবং মাস্টারর George Marino এর নাম না উল্লেখ করে পারছিনা কেননা এরা Led Zepplin, Iron Maiden, Aerosmith, Metallica এর মত ব্যান্ডগুলোর সাথে কাজ করেছে..
টরেন্ট লিঙ্ক
সম্পূর্ণ এলবাম ডাউনলোড
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৫