জানি মুখ তুলে তাকাতে তোমার কষ্ট হচ্ছ,
যেখানে শরীর নেই সেখানে মেধা এসে সব সহ্য করে।
জানি চোখে জল এসে অন্ধ করে দেয় সব ভালোবাসা ।
তবু তোমাকে তো তোমার কথা বলতে হবে।
একবার মাথা উঁচু কর, আমি নেই.
সেই শূন্যতা সে ও এক আকাশ....
আর আকাশের কাছে তো কোন লজ্জা নেই।
শীতের কত না গাছ সমস্ত পাতা ঝরিয়ে এই প্ৃথিবীর শী্র্ষ
হয়ে আছে। তুমিতো তাদের মত।
এ রকম একলা হয়ে যাওয়া আমার ভালো লাগে...
আমরা তো নিজেদের জন্য কাঁদছি না, পরস্পরকে
পাওয়ার জন্যও কাঁদছি না, আরো নিঃশ্ব হওয়ার জন্য
ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছি
আবহমান !
বিষন্ন মানুষের পাশে প্ৃথিবীকে বারবার
আবছা ঋষির মত লাগে।