হাকীম আল-মীযান
ইহকালে; রক্ত মাংস সম্মিলিত দেহে
আত্মার বসবাসে জীবন্ত মানুষ
আশরাফুল মাখলুকাত;
অহং হলেও মাটির পৃথিবীতে
অবিনশ্বর নয় বরং মরণশীল।
মরণের আগ পর্যন্ত বাতাস,পানি
দু’ মুঠো ডাল-ভাত এবং
প্রাকৃতিক কার্যাদী সম্পাদন
মানুষের দৈনন্দিন জীবনে
রুটিন মাফিক প্রয়োজন।
এছাড়াও লাগে ঘুমাবার ঘর,
ঘর সাজাতে লাগে খাট,
খাটে জাজিম, বিছানায় চাদর
এবং মাথার নিচে বালিশ
প্রশান্তির ঘুমে স্বপ্নিল সময়!
টাইম ইজ ওল্ড জিপসী ম্যান
রোগে শোকে ক্রমেই জরাজীর্ণ
ভাগ্যে থাকলে জাগা হয়-
সাড়ে তিন হতে মাটির ঘরে
অনেকের আবার তাও হয় না।
এতক্ষণ বিভোর ছিলাম
স্বপ্নের পরীক্ষাগার; দুনিয়ায়।
পরকালের ইতিহাসটা
একটু ভিন্ন; বাস্তবতায় হয়-
ফিরিশতাদের সওয়াল-জবাব।
তোমার রব কে? তোমার নবী কে?
তোমার দ্বীন কি? ইত্যাদি প্রশ্নের
টু দ্যা পয়েন্ট ভিত্তিক উত্তর-
মানুষকে করতে পারে
নশ্বর থেকে অবিনশ্বর।
লেখার তারিখ: ০৭/০৬/২০১৩ইং ।
সম্পাদনা: ৩০/০৪/২০১৬ ইং।