শব্দশিকারি ছুটে যায়, শিকারকে শৃঙ্খলিত করবে বলে
ছুটে চলা শব্দ পালায়, শিকারি থেকে দূরে, দূর অতলে।
শিকারি করেছে পণ আজ কবির বেশে ধরবেই তাকে
কবি ছুটে যায় দূর থেকে দূর নিরুদ্দেশে, অজানার বাঁকে।
শিকার করো, শিকারির বেশে লিপি চিত্রিত করো,
তৃষ্ণার্ত চাতকের মতো শব্দমালা খুঁজে ফেরো
শৃঙ্খলিত করো, যে শব্দ পালিয়ে যায় তাকে ধরো।
গহিন থেকে গহিনে যাও, যাও তল থেকে অতলে
যেখানে শব্দ ছুটে বেড়ায় বিচ্ছিন্ন দ্বীপের মতো
তাকে ছন্দে সাজাও, আছে শব্দমালা যতো
শৃঙ্খলিত করো ভালোবাসা বিরহ বিদ্রোহের ছায়াতলে।
যে শব্দ হারিয়ে যায়, হারিয়েই তো যেতো
অতলের ঠিকানায় সে লেখা চিরতরে লুকাতো,
পড়ে রইল যে! পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে!!
============
(কবিতাটি কবি জয় গোস্বামীর "হৃদি ভেসে যায়" কবিতার অনুপ্রেরণায় লেখা। কবিতার শেষ দুই লাইন উক্ত কবিতা থেকে সংগৃহীত।)
উৎসর্গঃ বাংলা ব্লগের সকল কবিকে। যারা ইন্টারনেট নামক এই গ্লোবাল ভিলেজে বাংলা ভাষাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং সমৃদ্ধ করছে প্রতিনিয়ত। একই সাথে আমাদের বোধের অতল স্পর্শ করে তুলে আনছে আমাদেরই হাসি কান্না ভালোবাসা বিরহ আবেগ। আন্দোলিত হচ্ছি আমরা।
পরিশেষে কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা কবীর সুমনের একটি গান। কথার যাদুতে যে গান হয়ে উঠে সকল কবির জন্য প্রার্থনা।
** সংযোজিত ছবিসুত্রঃ ফ্লিকার
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ রাত ১২:২৮