তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন
নাই বা তোমার থাকল প্রয়োজন,
দেখেছিলাম তোমায় আমি কাব্য রাঙা ভোরে
আলোয় ভুবন মাতিয়ে তুমি এসেছিলে দোরে।
ভাবনাগুলো মেলল পাখা আলোর নাচন পেয়ে
গহীন কোণে কোন বাঁশির সুর আনমনে যায় গেয়ে,
চঞ্চল মন শুধু উচাটন তাকায় আঁখির পানে
উদাসী বায় এলোকেশে ধায় স্বপন জাল বুনে।
কল্পতরুর পল্লব শাখা আলোর মুখে ছোটে
নব দীপ্তি মুখে আবীর রাঙা কোমল পুষ্প ফোটে,
এত কলরব মুছে যায় সব তোমার দিকে চেয়ে
চকিত নয়ন হারায় জীবন নবধারা জলে নেয়ে।
অঞ্চলে তোমার কোমল পরশ লভিবারে সাধ জাগে
ছন্দের পদে নতজানু বেশে তোমারই আজ্ঞা মাগে,
হাওয়া উড়ে যায় ভাবনার দোলায় আঁখি হয় ছলছল
এলোমেলো ভাব নিশ্চুপ প্রলাপ কামনায় ঝলমল।
ঘুম ভেঙ্গে যায় আধো চোখে চায় কোথায় লুকাল সব
প্রভাতের রবি সচকিত সবি পাখি করে কলরব,
বয়ে যায় ক্ষণ সদা আনমন রাত্রির অবসান
আজি নবপ্রাতে নিঠুর হাতে হারায় স্বপনের গান।
** কবিতার প্রথম দুই লাইন রবি ঠাকুর লিখে দিয়েছেন। ঠাকুর সাবরে ধইন্যা