আপনি তখনো মাননীয় হয়ে উঠেননি হে মাননীয়
আমরা তখন টগবগে যুবক
তীরের ফলার মত চকচকে ভয়ংকর
উদ্যত ছিলার টানটান পিছু হটায় ব্যস্ত সবাই
প্রচন্ড বেগে সামনে আগাবো বলে।
.
ঐ সময় আপনার অগোছাল ঘর
ছড়ানো ছিটানো.. তীরের ফলাগুলোও এক হতে পারছিল না
আপনি বিষম দায়ে বিবশ অনুভবে রিক্ত প্রায়
তখন আমরা-ই প্রচন্ড বেগে সামনে বাড়লাম
সাংষ্কৃতিক বন্ধ্যাত্তের এক উন্মুক্ত প্রান্তর আমাদের গিলে ফেললো।
.
কবি লেখক গায়ক নায়ক ভ্যাগাবন্ড সবই আমাদের ভেতর ছিল
কিন্তু যার যার হৃদয়ে কেবল আপনি-ই ছিলেন হে মাননীয়!
যে যার মত উদ্যত ফলার চকচকে আভায় নিজেকে সাজালাম...
মারলাম-মরলাম নি:শেষ হয়ে বেচে রইলাম...
আপনি মাননীয় হলেন কয়েকবার
টগবগে যুবকেরা তখন ঠান্ডা
এতটা যে জং ধরে গেছে ওদের ফলাগুলিতে
চকচকে আভা ম্লান নিরব নিস্ফলতায়!
.
হৃদয় আর হৃদয়ের সৌরভ বিলিয়ে বিলিয়ে
যারা প্রথমবার আপনাকে মাননীয় বানিয়েছিল হে মাননীয়,
সেই সব মধ্যবয়সী নিস্প্রভ ফলাদের জন্য
আজ আপনার কিছু-ই কি করণীয় নেই মাননীয়?
তাদেরও নিশ্চয়ই কিছু চাইবার আছে?
.
সেদিন এমন একজন সৌরভকারী
আক্ষেপ করে বলছিলেন, শুনেছিলাম-
' উইকেন্ডে বাসায় ফেরার পথে প্রচন্ড দুর্গন্ধে দমবদ্ধ অনুভূতি..
নির্দিষ্ট জায়গাটিতে প্রচন্ড জ্যামে দুর্বিষহ অবস্থা'
চান্দোরা যেতে এপেক্সের সামনে পাবলিক পরিবহনে
জ্যামে কিছুক্ষণ অবস্থান করে অনুভব করবেন কি হে মাননীয়?
অন্তত উইকেন্ডে বাসায় ফেরার পথে
যাদের বাড়ি নেই সেই আউটসাইডারদের জন্য
একটু সৌরভ বিলাবেন কি হে মাননীয়!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১:২৭