হরতালের কিছু কর্মসূচী
মুল লিখাটি রস+আলোর আইডিয়াবাজ আদনান মুকিত এর। তার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে শেয়ার করলাম।
-বল্টু মিয়া
সম্পদ রক্ষার দাবিতে ৩ জুলাই অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তেল-গ্যাস কমিটি। সমস্যা হল জনগন আগের মত হরতালের ডাকে সাড়া দেয় না। ক্রমাগত অর্থহীন হরতালের কারণে এমন অবস্থা হয়েছে যে, হরতালের ডাকে সাড়া দেওয়ার চেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়াকে অধিক গুরুত্বপূর্ণ মনে করে অনেকে। সকাল সন্ধ্যা হরতালেই গেটলক বাস চলে, আর এটাকো অর্ধদিবস হরতাল। তাই গতানুগতিক ধারায় হরতাল পালন না করে আমাদের উচিত ব্যাতিক্রম কিছু করা। তাছাড়া দিন বদলেছে। হরতালের ডাক দিয়ে শুধু পল্টন ময়দান-ঢাকা বিশ্যবিদ্যালয়ে কিছু দুর্বোধ্য স্লোগান সমৃদ্ধ মিছিল আর উচ্চস্বরের বক্তব্য সমৃদ্ধ সমাবেশ করাটাকে এখন আর কেউ খুব একটা গুরুত্ব দেয় বলে মনে হয় না। হরতালের আয়োজকরা কী কী পদক্ষেপ নেবেন তা জানি না। তবে যেহেতু এই হরতালটা প্রতিহিংসার আজাইরা হরতাল না, তাই প্রত্যেকের উচিত তা প্রমান করা। সবাইকে বুঝিয়ে দেওয়া যে এই হরতালটা অন্য সব হরতালের চেয়ে আলাদা। এটা দেশের প্রতিটি মানুষের সমর্থনের হরতাল। আমি হরতালের কিছু কর্মসূচী(হাস্যকর) চিন্তা করেছি।(ঘরে বসে আর কি-ই বা করতে পারি?) সেগুলোই সবার সাথে শেয়ার করলাম।
* শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে। প্রতিটি পয়েন্টে জাতীয় কমিটির বুথ থাকতে পারে। যেখানে যাবতীয় লিফলেট, বুকলেট, পোস্টার, স্টিকার পাওয়া যাবে। জিনিসগুলো স্বল্পমূল্যে বিক্রিও করা যেতে পারে। বুখগুলোতে পিএসএসসি চুক্তি এবং হরতালের কারণগুলো বুঝিয়ে দেবার ব্যবস্থা থাকলে আরো ভালো হবে। কারণ অধিকাংশ মানুষই এ বিষয়ে তেমন কিছু জানে না।
* গুরুত্বপূর্ণ কিছু রাস্তায়(শাহবাগ মোড়, পল্টন, শাপলা চত্বর ইত্যাদি) সমাবেশ করা যেতে পারে। তবে এই সমাবেশ চিল্লাচিল্লি টাইপের সমাবেশ নয়। এখানে সম্পদ রক্ষা বিষয়ক গান থাকবে। থাকবে কার্টুন এবং আলোকচিত্র প্রদর্শনী, পথনাটক। কনোকো ফিলিপস কিভাবে আমাদের দেশের গ্যাস নিয়ে যাচ্ছে এই বিষয়টি খুব সহজভাবে সে নাটকে তুলে ধরা হবে। ধরে নিতে হবে নাটকের দর্শক রিকশাচালক। অতএব তারা যাতে বুঝতে পারে সেভাবেই নাটকটি করা উচিত। এর মাঝে মাঝে বক্তারা বক্তব্য দিয়ে পুরো বিষয়টি আবারো তুলে ধরবেন। তবে বক্তব্য হতে হবে সংক্ষিপ্ত এবং শ্রুতিমধুর। কারণ সকলেই রাতে ঘুমায়, বিরক্তিকর বক্তৃতা দিয়ে সবাইকে আবারো ঘুম পাড়ানো কোন কাজের কথা না।
* আমার মাটি আমার মা- নাইজেরিয়া হবে না- এমন একটি স্লোগান প্রচলিত আছে। নাইজেরিয়াতে ঠিক কি হয়েছিল, এখন দেশটির কি অবস্থা এই বিষয়ক কোন চলচ্চিত্র দেখানো যেতে পারে। তা না হলে মানুষ হয়তো ভাববে নাইজেরিয়ার মানুষ কালো বলে আমরা নাইজেরিয়া হতে চাইছি না।
* অনেকে মনে করছেন, গ্যাস গেলে যাক গা, তাতে আমার কি? ওনার যে অনেক কিছু তা বোঝানোর চেষ্ট করা উচিৎ। তাই গ্যাস পাচার হয়ে গেলে ভবিষ্যতে দেশের পরিস্থিতি কেমন হবে সেটা নিয়েও ভিডিও ক্লিপস থাকতে পারে। কিংবা পুরো বিষয়টি সহজভাবে লিখে শুহরের বিভিন্ন স্থানে প্রচার করা যেতে পারে।
* জ্বালানী কার্যালয় ঘেরাও করে ক্রিকেট খেলা যেতে পারে। পথচারী একাদশ বনাম হরতাল সমর্থক একাদশ।
এছাড়া মিছিল, মানববন্ধন, কুশপুত্তিলিকা পোড়ানো তো আছেই। যা যা লিখলাম তার কোনটাই আমি কোন হরতালে দেখিনি। তাই মনে হয়েছে এগুলো করলে খারাপ হয় না। তবে এগুলো আসলেই করার মত কি না কিংবা কর্মসূচীগুলো আদৈা করা সম্ভব কি না সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। টাকা-পয়সাও একটা বড় ব্যাপার। যাই হোক, শেয়ার না করলে ছটফট লাগতো, তাই করে ফেললাম। কারো মাথায় অন্য আইডিয়া থাকলে আরো ভালো হয়। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আইডিয়া দিতে তো আর টাকা পয়সা লাগে না, টাকা লাগে আইডিয়া বাস্তবায়ন করতে।
মুল লিখাটি দেখতে এখানে ক্লিক করুন।
পথশিশুদের জন্য আম উৎসব নিয়ে পড়তে পারেনঃ "পথশিশুদের আম উৎসব-২০১১" এর ছবি ব্লগ।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন