যাদের উপর করা হয়েছে : মুলত ব্লগ,ফেসবুক,মাইস্পেস এই তিন ক্যাটাগরিতে ভাগ করে চালানো হয়েছে এই গবেষনা । ব্লগ বলতে শুধুমাত্র সামহয়্যার ইন ব্লগ ।
যেভাবে করা হয়েছে : গুগলের ইউআরএল শর্টারে গিয়ে মূল লিংক শর্ট করে বিভিন্ন জায়গায় শেয়ার দেওয়া হয়েছে। পরে ইউআরএল ডিটেইলসে গেলে ওরাই বলে দেয় ঐ শর্ট ইউআরএল এ কতবার হিট পরেছে , কে কোন ব্রাউজার দিয়ে ঢুকেছে , এবং কে কোন অপারেটিং সিস্টেম ইউজ করেছে।
যত জন অংশগ্রহন করেছে : সর্বমোট ৬,৫৩৫ জন অংশ গ্রহন করেছে। এর মধ্য ফেসবুকে ৭টি পেইজে মোট ১১টি লিংক শেয়ার দেওয়া হয়েছিলো। ফেসবুক থেকে অংশ গ্রহন করেছে ৩,৯০৭ জন যাদের মধ্য প্রায় ৯০% বাংলাদেশি। আমার ২টি ব্লগপোষ্টে ২টি লিংক শেয়ার দেওয়া হয়েছিলো যাতে মোট ৮১৯ জন অংশগ্রহন করেছে।যাদের প্রায় ১০০% বাংলাদেশি। মাইস্পেস থেকে সর্বমোট ১৮০৯ জন অংশগ্রহন করেছে ,যাদের মধ্য হয়ত ১৫-২০% এর বেশী বাংলাদেশি থাকবে না।
সীমাবদ্ধতা : প্রথমেই বলে নেই এটা ১০০% সঠিক কোনো জরিপ/গবেষনা না। কারন ব্লগে অনেকেই আছেন যারা ফেসবুকে বা মাইস্পেসে চালানো জরিপে অংশগ্রহন করেছেন। আবার ফেসবুকে ৭টি ভিন্ন ভিন্ন পেইজে যে হিসাব সংগ্রহ করা হয়েছে তাতে অনেকেই একের অধিক সংখ্যক বার অংশগ্রহন করেছেন । কেউ কেউ হয়ত এক সাথে একের অধিক পেইজে লাইক করে অংশগ্রহন করেছেন । যেহেতু গুগল ইউআরএল শর্টারে আইপি এড্রেস শো করে না সুতরাং সঠিক অংশগ্রহন কারী সংখ্যা বলা সম্ভব হচ্ছে না বলে ক্ষমা চাচ্ছি। যদিও উপরে বলেছি ৬,৫৩৫ জন অংশ নিয়েছেন উক্ত জরিপে, কিন্ত ৬,৫৩৫ জন ইউনিক নয়।ধারনা করছি ১২-১৫% একের অধিকবার অংশগ্রহন করেছেন।
যে কারনে করা হয়েছে : নিশক মজা করে এটা করেছি। আমি আর আমার এক বন্ধু ও তার ছোট ভাই মিলে এই কাজটা(পাগলামি) করেছি
ফলাফল :
ব্লগে ব্রাউজার ব্যাবহারের অনুপাত ।
ফেসবুকে ব্রাউজার ব্যাবহারের অনুপাত।
মাইস্পেসে ব্রাউজার ব্যাবহারের অনুপাত।
সর্বমোট হিসাব দেখানো হয়েছে এখানে।
আলোচনা : আমরা বেশ অবাক হয়েছি একেক জায়গায় একেক ধরনের রেজাল্ট আসার জন্য ! যেমন : ব্লগে প্রায় ৬২% এর বেশি ফায়ার ফক্স ইউজ করেন । কিন্তু খুব নগন্য সংখ্যক অপেরা ইউজ করেন । আবার ফেসবুকে সবচেয়ে বেশি অপেরা । ক্রোম কে আমার ধারনা থেকে বেশি শক্তিশালী অবস্থানে দেখছি। আমি নিজেও ক্রোম ইউজ করি। তবে সবচেয়ে অবাক হয়েছি মাইস্পেসের রেজাল্ট দেখে। কারন ইন্টারনেট এক্সপ্লোরারের ইউজার সবচেয়ে বেশি। পরে নেট ঘেটে একটা তথ্য পেলাম তা হলো সারা বিশ্বে বাউজারের মার্কেট শেয়ারে ইন্টারনেট এক্সপ্লোরারের শেয়ার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। এখানে উল্লেখ্য যে অন্যান্য ব্রাউজার বলতে সাফারি,নেট ফ্রন্ট, ফ্লোক,গ্লু,উবুন্টু সহ আরো অনেক ব্রাউজার একসাথে হিসেব করা হয়েছে।
একটি বল্টু মিয়া প্রোডাকশন
এই প্রোডাকশনের আরও কিছু পোস্ট যা আপনাদের ভালো লাগতে পারেঃ
১.ফিরে দেখা : ২০১০ সালের মোবাইলফোন সেক্টর ও মার্কেট বিশ্লেষন
২.চলুন একটু ঘুরে আসি গুগলের লন্ডন অফিসে
কৃতজ্ঞতা :
মাহমুদ সামস, লেপলাস নেট সল্যুশন লি.।
নির্ঝর জুবায়ের , আই ইউ বি ।
ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫২