বিটিআরসি সেপ্টেম্বর মাসের মোবাইলফোন গ্রাহক সংখ্যা প্রকাশ করেছে।বিটিআরসি এর তথ্য অনুযায়ী সর্বমোট মোট গ্রাহক ৬ কোটি ৫১ লাখ ৩৯ হাজার অর্থাৎ ৬৫.১৩৯ মিলিয়ন ।
( ১মিলিয়ন=১০লাখ )
গ্রামীনফোনের বর্তমান গ্রাহক : ২ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ।
আগষ্ট মাসের তুলনার বৃদ্ধি : ৭ লাখ ৩২ হাজার।
বর্তমান মার্কেট শেয়ার : ৪৩.৯৮ %
এক বছর আগে মার্কেট শেয়ার: ৪৩.৬১ %
দুই বছর আগে মার্কেট শেয়ার : ৪৬.১৭ %
তিন বছর আগে মার্কেট শেয়ার : ৪৮.১৮ %
বাংলালিংকের বর্তমান গ্রাহক : ১ কোটি ৮১ লাখ ০৭ হাজার।
আগষ্ট মাসের তুলনার বৃদ্ধি : ৫ লাখ ৫৮ হাজার।
বর্তমান মার্কেট শেয়ার : ২৭.৭৯ %
এক বছর আগে মার্কেট শেয়ার : ২৪.০৬ %
দুই বছর আগে মার্কেট শেয়ার : ২২.৪৮ %
তিন বছর আগে মার্কেট শেয়ার : ১৯.১৫ %
রবি এর বর্তমান গ্রাহক : ১ কোটি ১৭ লাখ ০৭ হাজার।
আগষ্ট মাসের তুলনার বৃদ্ধি : ২ লাখ ৩৪ হাজার।
বর্তমান মার্কেট শেয়ার : ১৭.৯৭%
এক বছর আগে মার্কেট শেয়ার : ২০.৯৫ %
দুই বছর আগে মার্কেট শেয়ার : ১৬.৯২ %
তিন বছর আগে মার্কেট শেয়ার : ২১.৩২ %
ওয়ারিদ বর্তমান গ্রাহক : ৩৫ লাখ ৮১ হাজার।
আগষ্ট মাসের তুলনার বৃদ্ধি : ১ লাখ ৬১ হাজার।
বর্তমান মার্কেট শেয়ার : ০৫.৩৩ %
এক বছর আগে মার্কেট শেয়ার : ০৫.৪৯ %
দুই বছর আগে মার্কেট শেয়ার : ০৮.৫৬ %
তিন বছর আগে মার্কেট শেয়ার : ০৪.৯৬ %
সিটিসেল এর বর্তমান গ্রাহক : ১৯ লাখ ০৭ হাজার।
আগষ্ট মাসের তুলনার বৃদ্ধি : - ৬৮ হাজার।**
বর্তমান মার্কেট শেয়ার : ০২.৯২ %
এক বছর আগে মার্কেট শেয়ার : ০৩.৯০ %
দুই বছর আগে মার্কেট শেয়ার : ০৩.৮৫ %
তিন বছর আগে মার্কেট শেয়ার : ০৪.২০ %
টেলিটক এর বর্তমান গ্রাহক : ১১ লাখ ৮৩ হাজার।
আগষ্ট মাসের তুলনার বৃদ্ধি : ৫৬ হাজার।
বর্তমান মার্কেট শেয়ার : ০১.৮১ %
এক বছর আগে মার্কেট শেয়ার : ০২.১২ %
দুই বছর আগে মার্কেট শেয়ার : ০১.৯৯ %
তিন বছর আগে মার্কেট শেয়ার : ০২.১৬ %
মার্কেট শেয়ার।
চার্ট থেকে দেখা যায় গত এক বছরে গ্রামিনফোন : ৬৬লক্ষ ৭৪হাজার , বাংলালিংক : ৫৯ লক্ষ ৭৭ হাজার , রবি : ১১ লক্ষ ৪৭ হাজার , ওয়ারিদ : ৮ লক্ষ ৯১ হাজার , টেলিটক : ১ লক্ষ ১৩ হাজার নতুন গ্রাহক সংযুক্ত করেছে এবং সিটিসেল : ৬৩ হাজার পুরোনো গ্রাহক হারিয়েছে।
এখানে সেই সব সিম অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো দিয়ে গত এক মাসে এক বার করে হলেও কোনো কল করা হয়েছে অথবা কোনো মেসেজ দেওয়া হয়েছে।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৯