ফেসবুকের কল্যাণে কয়েকটি গ্রুপে কিছু পুরোনো বিজ্ঞাপন পেলাম।আমার ভালো লাগায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ১ম পর্ব )
পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত (৩য় পর্ব )
তিব্বত বার সাবান।দাম মাত্র ৫টাকা।
দুজনে দুজনার !কিন্তু বিজ্ঞাপনটা একজনের জন্য।
কিউটের বিজ্ঞাপনে আবুল হায়াত।
স্টার সিগেরেট এর বিজ্ঞাপন ।
মার্শাল টিটো,যুগোশ্লভাকিয়ার সাবেক শাসকের বাংলাদেশে আগমন উপলক্ষে করা বাংলাদেশ জুট মিল কর্পোরেশন এর বিজ্ঞাপন ।
এটা কি জানিনা।কিন্ত ১৮+ এটা বুঝা যায়।
প্রগতি ইন্ড্রাষ্টীজ এর করা ট্রাক ও কাভার্ড ভ্যান এর বিজ্ঞাপন।
হকসন্স ল্যাবরেটরিজ এর বিজ্ঞাপন।
সম্ভবত পারফিউম জাতীয় কিছুর বিজ্ঞাপন ।
একটি ফার্মাসিউটিক্যাল কো. এর বিজ্ঞাপন ।
বিমান বাংলাদেশ এর ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা রুটের বিজ্ঞাপন ।
তাবানি বেভারেজ (মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মালিকানাধিন বর্তমানে অলাভজনক,কিন্তু পূর্বে লাভজনক কোম্পানি )এর কোকাকোলার বিজ্ঞাপন।অসাধারন,তাই না?
বিটিভি তে একটি প্রোগ্রামের স্পন্সর কোকাকোলা এর বিজ্ঞাপন।
স্টার কেন খাবেন ?
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর করা অসাধারন এক বিজ্ঞাপন।
বাটা সু এর আরেকটি বিজ্ঞাপন।
ব্রিটিশ এয়ারওয়েজ এর জাম্বোজেট ৭৪৭ এর বিজ্ঞাপন।বাংলাদেশে এখন ব্রিটিশ এয়ারওয়েজের কোনো কার্যক্রম চালু নেই।
কনকর্ড এয়ারওয়েজ এর বিজ্ঞাপন।সম্ভবত ১৯৭৪ সালে প্রথম বাংলাদেশে এসেছিলো।বর্তমানে কনকর্ড লোকসানের কারনে বন্ধ হয়ে গিয়েছে।
পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ১ম পর্ব )
পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত (৩য় পর্ব )
কৃতজ্ঞতা: নাইর ইকবাল, প্রথম আলো।
একটি বল্টু মিয়া প্রোডাকশন ।
ধন্যবাদ সময় করে দেখার জন্য।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ বিকাল ৪:৩২