শাহ বাগের এরা নাস্তিক ও দুষ্ট ছেলে - মোহতারেমা খালেদা জিয়া
একবিংশ শতাব্দীর মুক্তিযোদ্ধারা ঢাকা শহরে পুলিশি প্রহরায় নাচানাচি করছেন, গান গাইছেন, হাতে হাতে বিরিয়ানির প্যাকেট ঘুরছে, রাত নামলে আলো-আঁধারিতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব বিনিময় হচ্ছে। - আল্লামা মাহমুদুর রহমান
হাসনাত আব্দুল হাই " টি ভি ক্যামেরার সামনে মেয়েটি" শিরোনামে যে গল্পটি প্রথম আলো তে লিখেছে তার শিল্প মূল্য বা সাহিত্যিক মূল্য কতটুকু ? এই ধরনের থিম , প্লট , আইডিয়া নিয়ে পূর্বেও লেখা হয়েছে । এটা এমন নয় যে এই ধরনের গল্প এই প্রথম লেখা হয়েছে । গ্রামের কোন মেয়ে শহরে এসে মডেল বা অভিনেত্রী হতে চেয়ে অন্ধকার জগতে হারিয়ে গেছে , এই ধরনের গল্প আমরা অনেক পড়েছি ।
এতে নতুনত্ব কিছুই নেই । এখন প্রশ্ন হল এমন একটা বহুল চর্চিত , পুরনো একটি প্লট কে উপজীব্য করে এই হাসনাত আব্দুল হাই কেন এমন একটি চলমান ঘটনা প্রবাহকে এমন একটি অগ্নি গর্ভ সময়ে গল্প লিখতে গেলেন ? বিশেষত যে প্লট কে আশ্রয় করে এবং যে চরিত্র কে এমন নোংরা এবং কদর্য ভাষায় রুপায়ন করেছেন তার সাথে লাখো মানুষের সেন্টিমেন্ট জড়িত । আমাদের মুক্তি যুদ্বের আবেগ জড়িত ।
আহা আব্দুল্লাহ একজন উপন্যাসিকের আলখেল্লায় গল্পের মোড়কে সাহিত্যের রং চড়িয়ে উপরের দুইটি উদ্বৃত্তির গল্প নামক ফানুস উড়িয়েছেন । এই ত্রয়ীর প্রকাশভঙ্গী আলাদা । কিন্তু সবার শিকড় একই জায়গায় প্রোথিত ।
এখন এটা কি মিলিয়ন ডলার প্রশ্ন হাসনাত আব্দুল হাই আর প্রথম আলো ওদের পারপাস্ সার্ভ করতে গিয়ে এই অপকর্মটি করল কেন ?
এটা কি জামাতের বিশ্ব ব্যাপী মিলিয়ন ডলার প্রজেক্টের আর একটি দৃশ্যের নগ্ন মঞ্চায়ন ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪