বিজয়ের মাসে বাঁধ ভাঙ্গার আওয়াজ(সামহোয়্যার ইন...ব্লগ) এর ১,০০,০০০ নিক পুর্তিতে, আমার তথা সামহোয়্যার ইন...ব্লগ পরিবারের সকল ব্লগারের মনের প্রতিটি কানায় কানায় আজ আনন্দ আর আনন্দ।আমরা আজ আর হাজারের ঘরে নই, লাখের ঘরও অতিক্রম করেছি; আমরা হয়েছি আরও শক্তিশালী, আরও প্রতিবাদী। প্রকৃতপক্ষে, আমাদের প্রাণের ভাষা তথা বাংলা ভাষায় ব্লগিংয়ে ব্লগারসংখ্যা এক লক্ষ অতিক্রম করাটা বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য মাইলফলক হয়ে থাকবে এবং বাংলা ভাষার গৌড়বে আরও একটি মাত্রা যোগ হল। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, তবুও ভাষা দিয়ে প্রকাশের ব্যার্থ চেষ্টা করছি মাত্র।
এই ব্লগের ১,০০,০০০ তম ব্লগার হচ্ছেন আশিকুর রাসেল ।লাখের বাতি জ্বালানোর জন্য আশিকুর রাসেল ভাইকে অভিনন্দন।
সবচেয়ে কনিষ্ঠ ব্লগার হচ্ছেন মুছাব্বের হালদার যার "blog_id=" + 100701
আজকের এই আনন্দঘন মুহুর্তে আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা সেই ভাষা শহীদদের যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
বাংলা ভাষার প্রথম ব্লগ অর্থাৎ সামহোয়্যার ইন...ব্লগ এর জন্ম হয় ০১মে, ২০০৫ সালে। ১,০০,০০০ এরও বেশী মুক্তচিন্তার বাঙালীকে দেশ ও জাতির সার্বিক কল্যাণে ছোট-বড়, দল-মত, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে; নিজের চিন্তা-চেতনা, মত-দ্বিমত, অভিযোগ-অনুযোগ, প্রতিবাদ-বিক্ষোভ ইত্যাদি স্বাধীনভাবে প্রকাশের এরকম একটা আধুনিক ক্ষেত্র তৈরী করে দেবার জন্য আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি ব্লগস্রষ্টা ইমরান, দেবরা, হাসিন ও অন্যান্য ভাইদের যাদের মেধা, সৃজনশীলতা ও অক্লান্ত পরিশ্রমই বংলা ভাষায় ব্লগিংকে আজকের এ অবস্হানে নিয়ে এসেছে।
সামহোয়্যার ইন...ব্লগের প্রথম মেম্বার হলেন ইমরান হাসান যার হাতেই পরম মমতায় জন্ম লাভ করেছিল সামহোয়্যার ইন...ব্লগ প্ল্যাটফরমটির প্রথম ভার্সন। তিনি অক্লান্ত পরিশ্রম করে ব্লগের টেকনোলজিক্যাল বিষয়গুলো দেখাশুনা ও আপডেট করেছেন; প্রচণ্ড প্রচারবিমুখ এই মানুষটিকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন।
তৃতীয় মেম্বার হলেন দেবরা যিনি ১৫ডিসেম্বর, ২০০৫ সাল, দুপুর ২:২৬ মিনিটে "ইমরান, ব্লগস্রষ্টা" শিরোনামে সামহোয়্যারইন ব্লগের ঐতিহাসিক প্রথম পোস্টটি করেছিলেন।ব্লগের প্রথম পোস্টদাতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন।
আর যার কথা না বললেই নয় তিনি হলেন ব্লগের পঞ্চম মেম্বার হাসিন ভাই যিনি ইমরান ভাইকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।তিনি রাজশাহী বি.আই.টি(বর্তমানে রুয়েট) থেকে সিভিল ইন্জিয়ারিং এ স্নাতক করলেও পেশায় একজন ওপেনসোর্স ডেভেলপার, কাজ করেন "সামহোয়্যার ইন" নামে নরওয়েজিয়ান অফশোর ডেভেলপমেন্ট কোম্পানিতে।ধারনা করা হয় "সামহোয়্যার ইন...ব্লগ" নামটি এখান থেকেই নেয়া হয়েছে।উদার হস্তে সাহায্যকারী হাসিন ভাইকেও জানাই আন্তরিক ভালবাসা ও অভিনন্দন।
হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করে সামহোয়্যার ইন...ব্লগ পৃথিবীর বৃহত্তম বাংলা ব্লগের স্হানটি দখল করে নিয়েছে,দেশের ক্রান্তিলগ্নে রেখেছে অসাধারণ ভুমিকা।এ সাফল্য, এ আনন্দ সকল ব্লগারের,সকল বঙালীর; কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যা, সেই সাথে সামহোয়্যার ইন...ব্লগ এর কাছে দেশ ও জাতির প্রত্যাশাও বেড়ে গিয়েছে কয়েকগুণ। তাই সামহোয়্যার ইন...ব্লগ এর মান সমুন্নত রাখতে সকল ব্লগারকে হতে হবে আরও সচেতন, দ্বায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ; মডারেটরগণকেও হতে হবে আরও বিচক্ষণ,সচেতন, দ্বায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ।সামহোয়্যার ইন...ব্লগ চিরজিবী হউক......
(উল্লেখ্য, আমার একটি ইচ্ছে আছে, সামহোয়্যার ইন...ব্লগের সকল ব্লগারদের ব্লগ আই.ডি. নম্বরের ক্রমানুসারে নিকসহ একটি তালিকা করার।কাজ অবশ্য শুরু করে দিয়েছি।তাই, একটু কষ্ট করে আপনাদের ব্লগ আই.ডি. নম্বর জানানোর জন্য বিনীত অনুরোধ রইল।
আপনার ব্লগ আই.ডি. জানার পদ্ধতি: প্রথমে আপনার নিকে ক্লিক করে আপনার নিজ ব্লগে যান। এবার, রাইট বাটন চেপে “View Page Source” অপশনে যান, একটি New Window আসবে।
এবার Ctrl+F চাপুন, New Window এর বাম পাশে, নিচের দিকের কর্ণারে Find অপশন আসবে।সেখানে "blog_id=" শব্দটি লিখলেই পেয়ে যাবেন আপনার ব্লগ আই.ডি. নম্বর।
কৃতজ্ঞতায়: ব্লগার অণুজীব ।)
সবাইকে ধন্যবাদ,ভালো থাকবেন।