গতরাত(২৬/১১/১১) সন্ধ্যা ৭:২০ এর দিকে কারওযান বাজার মোড়ের কিন্চিত আগে ৮-১০ জন লোক ধর ধর বলে গর্জন করতেছে।ভালো করে খেয়াল করতেই দেখি ২২-২৫ বছরের একটি গঁজিটা চেহারার কিন্তু প্যান্ট-শার্ট পড়া এক তরুণ দৌড়াচ্ছে ।কিছু বুঝে উঠার আগে একজন নারীকে বুকফাঁটা চিৎকার করে বাস থেকে নেমে দৌড়াতে দেখে আঁতকে উঠলাম।আমি ছিলাম ৩/এ বাসের ভেতরে(টিউশনী থেকে ফিরছিলাম)।মহিলার চিৎকার দেখে গাড়ি থেকে নামার জন্য ভিড় ঠেলে বেড় হতে হতে (গাড়িতে তিল ধারনের যায়গা ছিল না) কারওয়ান বাজার মোড়ে এসে নামলাম।
লোকজনকে জিঞ্জাসা করে জানতে পারলাম,মহিলার গলায় পড়া সোনার চেইনটি এক হিঁচকায় নিয়ে ছেলেটি দৌড় দেয়।
এবার দুর থেকে যা দেখেছি আর যা শুনলাম তা মিলিয়ে নিলাম।মহিলা যখন "ভাই,আমার চেইন নিলগা ","আমার চেইন নিলগা " বলে চিৎকার দেয় তখন সবাই ধর ধর ধর বলে চেঁচাইছে কিন্তু কেউ তাকে বাধা দেয় নি।অবশেষে মহিলা নিজেই ছিনতাইকারীকে ধাওয়া করে আর তার পিছনে পিছনে কচ্ছপ গতিতে দৌড়াইছে ট্রাফিক পুলিশ।
কিছুক্ষণ পরেই মহিলা কাঁদতে কাঁদতে মোড়ে আসা মাত্র এক ভদ্রলোক(চুদশীল) তাকে কাঁদতে না বলে স্বান্তনা দিতে যাওযা মাত্রই সবাইকে উদ্দেশ্য করে খুব উচ্চস্বরে বলল "হাঁ কইরা দাড়াইয়া আছেন ক্যান?আপনারা এত্তগুলান পুরুষ মানুষ ধর ধর কইয়া চিল্লাইতে পারলেন আর কিছু পারলেন না!!!ওরহম একটা পোলারে তো এক থাপ্পর দিয়াই ফালাইয়া দেওন যায়।এখন আর নাটক করতে হইব না,যান বাসায় গিয়া চুড়ি পরেনগা"।সবাই আস্তে আস্তে ওখান থেকে কেটে পড়ল।
মনের অজান্তেই আমার মাথাটা নিচুঁ হয়ে গেল(একটু দূরেই দাড়ানো ছিলাম)।কতক্ষণ পর ঐ মহিলার সহযাত্রী এসে বলল "ভাবী,কি আর করবেন,চলেন বাসার দিকে যাই।এটা আপনের ভাগ্যে নাই ,ভাইয়েরে বইলা আর একটা চেইন বানাইয়া নিয়েন"
মহিলা অঝোরে কাঁদতে কাঁদতে বলল "ঐ চেইনটাতো আর পামু না,ঐডা আমার বিয়ার চেইন,গত ১১বছরে একবারের জন্যও চেইনটা খুলি নাই,আর আজ নিয়া গেলগা............."
আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে ৮-১০ তাগড়া তাগড়া জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে এই ঘটনা ঘটল অথচ কেউ কিছুই করল না।যেহেতু ছেলেটির(ছিনতাইকারী/চোর) হাতে কোন ছোড়া/অস্ত্রও ছিলনা,কাজেই আর কিছু না পাড়লে একটা ঢিল /একটা পা বাড়িয়ে ল্যাং মেড়ে ফেলে দেয়া তো কোন ব্যাপার ছিল না।আর আমিই বা কি করতে পারলাম!!!বাস থেকে নামার আগেই কাম শেষ!! জানি না কেন যেন নিজেকে খুব অথর্ব মনে হচ্ছে।
গত বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছে আমরা সবাই মনে হয় দিন দিন অনেক বেশী পরিমানে স্বার্থপর হয়ে যাচ্ছি।একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে না।
ইস্!!যদি এমন হত,সবাই আমরা একে অপরের বিপদে সাহায্যের হাতটা স্বাচ্ছন্দেই বাড়িয়ে দিতাম,তাহলে কতই না ভাল থাকতাম আমরা। এসব ভাবছি,আর ঘুম আসছে না ।তাই মনটা একটু হাল্কা করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:১৮