চোখ আমার বন্ধ হয়ে আসে দু:খিত যখন হই
জানি এখনকার সব ঘটনাগুলি বেশ খারাপই
চোখ বুঁজে এক থেকে দশ তক গননা শেষে
ভাবি সব দু:খ এতক্ষনে বুজি চলেই গেছে ।
যা ছিল আগের মত সে সবই আমি চাই
পড়ার ঘরে দেয়ালে টানানো পোষ্টারের মতই
ঠিকমত এক হতে দশ তক গুনতে পারলেই
মনে হয় সবকিছু বুজি হয়ে যাবে আগের মতই।
আশায় থাকি আমার চারপাশে থাকা লোকজন
খুঁজে বের করবে কেমনে হবে দুখের অবসান
কিন্তু চিৎকার শুনি আর দেখি তাদের লড়াই
সেটাই আরো বেশী শুনি যা মোরে কাঁদাতেই চায় ।
শয়নে গিয়ে চোখের পাতা তখন আবারো করি বন্ধ
স্বপনে দেখতে পাই কেও যেন এসে হাসায় আমায়
কষ্ট ভুলে নির্মল মনে হয় যখন তাকে বলতে শুনি
সকল কিছু একদিন সুন্দর হয়ে ধরা দিবে তোমায়।
কষ্টের লগনে মানবের কাছে এটা কেবলই প্রতিশ্রতি
জগতটা এতটাই বিশাল যে মানুষ বুঝতেও পারেনা
চোখে এত সব অশ্রু নিয়েও মানুষ এখনো হাসতে পারে
মানবের মত আশ্চর্যজনক বলুন আর কি আছে জগতে ।
ছবি সুত্র : গুগল অন্তর্জাল
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ রাত ১:৪২