ছবি : শ্বেত চন্দন ফুল
দিবস বছর পার করে এত দিন ধরে
মনে হচ্ছিল আমি তো সাধারণ এক ব্লগার
আমি কি পড়ি কোন গুণী মানুষের কাতারে,
নইতো আমি কোন মন্ত্রী, কিংবা কোন দলের নেতা
নইতো কোন নামি কবি কিংবা লেখক
কি করে ঠাই পাবো আমি গুণী জনের কাতারে ।
আমার তো অতি সাধারণ এক প্রাণ
নিরবে থাকাটাই তো ছিল মোর প্রত্যাশা
মানতাম লেখালেখি দিয়েই পেতে হবে মর্যাদা
তাই প্রয়াস নিয়েছিলাম বিশ্বমাঝে নীজকে তুলে ধরার ।
ব্লগারদের করুন দশা জানা নাই কার
তবে এটাও সত্য আমাদের জন্যইতো
দেশটা পরিচিত আজ বিশ্ব মাজার।
আমি তো এ দেশের সব্যসাচী কোন লেখক হওয়ার রাখিনা দাবী
অসুখে বিশোকে কাতরাতে কাতরাতে সয্যাসায়ী হয়েই থাকতে হবে
আমি তো এমন কেও নই যে আমার অসুখের ব্যখ্যা করতে হবে ।
সম্ভবত ব্লগের বয়োজেষ্ঠদের মাঝে
আমিও এক জন, তাই বাধ্যর্কজনীত
বেশ কিছু ব্যধিও বাসা বেধেছে এই দেহে ।
সে সাথে সাধারণ এক দুর্ঘটনায় দুহাতের
কতক আঙ্গুলের ডগা গিয়েছেযে ফেটে ।
তাই শুধু চোখ মেলে কোনমতে পাঠ করে যাই
সামুতে ভেসে আসা প্রিয় জনের লেখাগুলি মাঝে মাঝে
লিখতে পারিনা মনের কথাগুলো হাতের ব্যথার চোটে ।
ভেবেছিলাম বদ্ধ ঘরে ব্যন্ডেজ বাধা হাতে
অলস সময় শুয়ে শুয়ে কাটাতে হবে
আমার মত সাধারণ এক ব্লগারের জীবনে
এর থেকে চাওয়ার আর কি হতে পারে ।
অনেক দিন বাদে আজ সামুর পাতায় এসে
ব্যথা ভুলে হৃদয়খানি খুশীতে শত পাপরী মেলে
দেখতে পেলাম সেদিনের নির্বাচিত পাতায়
ড: এম এ আলী নামে নতুন নকিবনতুন নকিবের
হৃদয় গ্রাহী একটি লেখা জ্বল জ্বল করে উঠেছে ভেসে
সামুর নির্বাচিতপাতা সহ আলোকিত পাতাজুরে ।
পাঠ করে দেখলাম আমার সাথে আরো আনেকের জন্য
সামুর প্রিয় সহব্লগারদের কেমন আকুল মমতা ঝরে ।
চিরসবুজ সুগন্ধি শ্বেত চন্দন গাছের পাশে থাকা অন্য গাছেও যেমন
চন্দনের বিবিধ প্রকারের ঔষধীসম মনলোভা সুগন্ধ ছড়িয়ে পড়ে
আমার মনে হয় তাঁর লেখাটির ছোঁয়ায় সামুর প্রিয় সকল ব্লগারের মাঝে
পরস্পরের প্রতি সহানুভুতিশীল হওয়ার বারতাও জমা পরেছে থরে থরে ।
হে সামু তোমার প্রতি কৃতজ্ঞ
তোমার পিঠে চড়ে প্রিয়তম সহব্লগার নতুন নকিব সহ
অগনিত প্রিয় মুখ করেছে বিধাতার তরে
মোর লাগি আন্তরিক দোয়া ও শুভ কামনা ।
সামু তোমার পাদপিঠে থেকে বিধাতার কাছে
আমার তরে দুহাত তুলেছে অগনিত ব্লগারে
তাঁদের সকলের আশীর্বাদে আর
পরম করুনাময়ের অশেষ রহমতে আজ
অনেক দিবস পরে শান্তিতে ঘুমাতে দিয়েছে আমায় ।
সকলের ভালবাসার জবাব দেয়ার আকুল বাসনা থাকলেও
তা দেয়ার ক্ষমতা এক্ষনে নেই গিয়ে দিবযে সকলের ঘরে,
তাইতো আমার প্রতি সহানুভুতিশীল সকলের লাগি
কৃতজ্ঞচিত্তে মঙ্গল যাচনা করি বিধাতার তরে ।
যে প্রীতির ডোরে জড়ালেন সকলে মোরে,
কৃতজ্ঞ চিত্তে মাথায় তুলে নিলাম তাঁদেরে
দোয়া করবেন আপনাদেরকে যেন
সন্মান দিতে পারি সারাজীবন ধরে ।
সামুতে সুস্থ দেহে ফিরে আসার বাসনায়
সকলের কাছে দোয়া চাই বারে বারে ।
আল্লাহ সকলকে ভাল রাখুন
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ রাত ১:৫১