সাহসী ঘোড়ায় চড়ে
বৃন্দাবনে আগমন
এযে আনন্দময় নির্বাসন
তমালের তলে একাকী বসে বংশী বাদন
দুর মন্দিরে শুনা যায় নুপুরের গুঞ্জন
সহসাই ভেসে আসে চোখে
কামনার রথে চরে দেবী মোর
আসছে হাতদুটো মেলে ধরে। ।
ভালবাসার আগমন
দেবীরথ যায় থেমে
এসে তমালের তলে
হৃদয় তন্ত্রীতে বাজে আনন্দ মিলন
অতীত ব্যথা বেদনা সহসাই বিলীন ।
দেবী মুর্ছনার রেশ কাটতে
না কাটতেই
ভয়ের চেতনা ছড়ায়
এ শাপ না অভিশাপ
দেবী মুর্তী যাবে কি ধরা
না রয়ে যাবে অধরাই
সংসয় নাহি কাটে
আত্মার দায়
দেবতা না বুঝন্তি
হবে কি তাই ।
দেবী দর্শন
ভয়ে ভিতু মনে মৃ্ত্যু
ভালবাসার আগুনে আত্মাহুতি
যতটাই ভিতু ততটাই দু:সাহসি
এবং সহসাই শুনি দৈববাণি
ভালবাসাই সবি
এবং ভালবাসাই দিবে
বিশ্বাসেই মুক্তি
সংসয় সন্দেহে যাতনাই বেশী ।
দেবী কন্ঠের ভালবাসায়
সিক্ত হয়ে বৃন্দাবনের
নির্বাসন হল অবসান
নয়ন মেলে দেখা গেল
ডানা কেটে রেখে আসা
সেই নিদারুনটাই
রথে সমাসীন ।
বৃন্দাবনের নির্বাসন
হল যে বৃথাই
যেও লাও সেই কদু
তাই ঘরেই ফিরে যাই ।
ছবিসুত্র: গুগল নেট
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১