কেমন আছো কাদামাটি লেপ্টে
দিবস শেষে ঘন মেঘলা দিনে
বিকেলের ভ্রমন শেষে
ঘরে ফিরার কালে
ঝুমবৃষ্টিতে কাকভেজা হয়ে
হাঁচি দিতে দিতে গৃহে প্রবেশে ,
এখনও ঘন কালো চুলগুলো
কি ভিজাই রয়ে গেছে?
তোয়ালে দিয়ে ভালো করে
মাথাটা কি নাওনি মুছে ?
কেমন আছো তুমি?
কেমন আছো যখন রাত গভীরে
এদিক সেদিক তাকিয়ে
কাওকে খুঁজতে গিয়ে
ক্ষুধাতোর মনে দেখনি কিছু
পাওনি কোন স্পর্শ
শুধুই কান পেতে শুন
দুর হতে ভেসে আসা
কোন আহা উহু,
মনে কি পরে কাওকে তখন?
কেমন আছো তুমি?
আর আমার কথা
কি আর বলব তা
ভাবছি আর লিখছি
কস্টের প্রহর শেষে
ঘুম ভাংগে
রাতের কষ্ট মাখা
কবিতার লাইন কটা
মাথায় নিয়ে ।
বিষন্ন মুখের কোণে
যে কস্টটা
ছিল লুকিয়ে
আশ্রয় নেয়
দুটি কবিতার চরণে
ভালো আছ তো ?
মন খারাপ নাত ?
কথা দুটি শুনে ।
আচ্ছা বলতে পারো
কেমন থাকতে পারি
নিশী জাগা ভোর রাতে
শরীর খারাপ হবে নাত
এখনো ঘুমুওনি কেন
একথা দুটি না শুনে।
আচ্ছা রাত জেগে
কবিতার মালা গেথে
বই এর পাতায় মোরে
যে মুক্তোর মালাটা
এই তো সেদিন
পরিয়ে ছিলাম
তোমার গলেতে
গিয়েছ কি তা ভুলে ?
এই তো সেদিন
সাগর বেলা হতে
কুড়িয়ে এনে ছিলে
কিছু এলোমেলো ঝিনুক
আর এবরো থেবরো
কিছু মুকতার টুকরো
জানতে চেয়েছিলে
কেও দিবে কি
ঘষে মেঝে সেগুলা
মুক্তোর মালা করে।
অনেক যতনে
ঝকঝকে করে
রংগীন মুক্তোগুলো
কবিতার সুতোয় পুরে
দিয়েছিনু তোমার করে
তাও কি তুমি
গিয়েছ ভুলে।
এখন বারতা পাঠাও
ছোট করে জানতে চাও
ভাল আছতো
মন কি খারাপ তোমার ?
এখন তুমিই বল
মন কেমন থাকতে পারে ?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:১২