সকালে ঘুম থেকে উঠে ভোরের বার্তা তুলে দেখি
নীল খামে মোরা রোদ্দুরের নামে লিখা উড়ো চিঠি
যতো আবেগ ছিলো মনে ঝেড়ে দিল চিঠির মাঝে
শুনতে চাইল মনের খবর চাইল উত্তর সন্ধা সাঁঝে।
যে কথা বলতে চাইনি লিখা ছিল যতনে হৃদয় বৃন্তে
যা কভু দেখাতে চাইনি গোপন রেখেছি প্রানান্তে
না বলা সে গোপন কথাগুলো ছিল যে হৃদয়কোণে
এখন উড়ো চিঠির প্রেক্ষিত জানাব তা স্ববিবরণে।
ভালবাসি তোমার ভাললাগা, ভালবাসি মেঘের হাসি
হিরকের মত স্বচ্ছ হৃদয় গোলাপের পাপরিসম খুশী
গড়ায়ে যখন পরে হৃদয় তন্ত্রীতে পাকা ডালিমের মত
নাবলা কথাগুলো ফেটে ছোটে মেঘের প্রতি অবিরত।
যে কথা বলতে চাইনি, যে কথা ছিলই শুধু হৃদয় মুলে
ভোরের বারতায় থাকা চাবিতে মনের তালা যায় খুলে
হৃদয়ের গুপ্ত কথাটি প্রকাশে আধারের দেয়াল ভাঙ্গে
হারিয়ে যাওয়া নীজকে যেন খুঁজে পাই ভালবাসা রঙ্গে।
চিঠির কানায় থাকা নামটি দেখা হয়নি আগে ভাল করে
হৃদয়ের রক্ত কনিকায় লেখা নামটি ভাসল চোখের পরে
আকাশ ছেদে উড়ে আসা বার্তা এল যা নীল খামে ভরে
তার যবনিকায় লেখা প্রতিউত্তর নিয়ে চলে এসো উপরে ।
উর্ধালোকের স্বর্গীয় বার্তা এসে কানে কানে যখন বলে
পাবেই আমাকে যদি উড়ে চলি আকাশে ছাতা মেলে
হল তাই পেলাম সেথায় বসে আছে নীল ডানা মেলে
এই মেঘ এই রোদ্দুর সার্থক নাম লিখা হল হৃদয়মুলে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৪