তোমার সাগরের জল কেন এত লোনা
কারণ তুমি যে কত বড় পানশে জাননা
আমায় যতই বলনা কেন সোনা সোনা
ভালবেসে শুধুই খাব লবন মাখা চানা।
সাগর দেখার ছলে চলে গেলে মোহনায়
দুর হতে দেখা যায় উড়ন্ত ডানা মেলা
স্কাই হক পাখির মত উল্টে পড়া দেহটা
ক্রমেই হতেছে বিলীন সাগরের জলে।
মনে হয় পৌঁছে যাচ্ছ জীবনের প্রান্ত সীমায়
ফিরে আসার প্রহর গুনি ব্যাথা আর যন্ত্রনায়
একাকীর জীবন মনে বাজে বাঘের গর্জন
যদিও দিনটি ছিল আজ হেপী ভেলেনটাইন।
জান তুমি কি, হয় প্রধানমন্ত্রী না হয় সন্ত্রাসি
না হয় হলে আমার পরিতিক্তার পরিতিক্তা
প্রেমের কাদা জলে ভিজা সাগরের ফেনা
গাংচিল গুলা বলবে ডেকে কেদোনা সোনা।
ঠিক এ সময়টাতেই বলব আমি সুস্বাগতম
তুমি হলে সাগরের ফেনায় ধোয়া পারফিউম
সোনার গহনায় দেহ মোরাবার নাই প্রয়োজন
তোমার ধবল কালো মুখটা নিরবধি অমলিন।
আমার জন্য হৃদয়ে কি এখনো আছে কিছু বাকি
প্রতিশোধ যতপার নাও তুমিতো এটাতেই লাকি
ছ্যাঁকা খাওয়া পথিক পারে কি হতে এতটাই প্রাঞ্জল
নীলপরীর ডানা মেলে যতই হওনা তুমি রূপাঞ্জল।
অশরিরী পরীর মত দেখানো সৌন্দর্যই আসলে খাটি
বরফ ধবল কোমল দেহতেই পশে বাসর ঘরের চুম্বন
আমাদের মিলন তিথী শুধু একটি কথাই যায় বলে
মানুষ মাত্রই ভুল, দু জনার দু জনই নির্মল খাটি ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪