ভালবাসি জানান দিইনি কেননা তুমি যে ছিলে কাটা-গোলাপ
কিংবা ছিলে হদয়ের দিকে তাক করা সুতিহ্ম তীরের ফলা,
তবে আধার কে ভালবাসার মত পছন্দময়ী ছিলে তুমি
আর আমার আত্মার মাঝখানে ছিল তোমার ছায়া ।
আমি ভালবাসি তোমার হৃদয়, লতাগুল্ফের মত হয়নি যা পল্লবিত
তোমার হৃদয় গহীনে ফুলের হালকা বহন লুকায়িত থাকায়
ধরণীর বুক হতে উত্থিত আমার উষ্ণ ভালবাসা তোমার
হৃদয়ে থাকা খাটি সুবাসের দিকে নিত্যই জানাত প্রিতি ।
কোথা হতে এলে, থাক কোথায়, না জেনে কিছুই, ভালবাসি তোমায়
কুটিল জটিল, অহংকারী না হিংসাসি না সহজ সরলমতি,
কোন কিছু না জেনেই তোমায় ভালবাসি, তাছাড়া
আর কোন উপাই নেই বলেও তোমায় ভালবাসি।
তোমার ভালবাসা বিহীন আমি অস্তিত্বহীন
এত কাছাকাছি আমার বক্ষপরে তোমার হাত
এতই কাছে যে তোমার মোদিত চোখে চোখ রেখে
ঘুমিয়ে পড়ি আর স্বপ্নে তোমায় নিয়ে করি সন্তরণ ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:০৭