বৈখাশী ঝড়ের দিনে
কুরানো আম হয়ে
মাখামাখি যায় কি ভুলা
একি শুধুই শৈশবের খেলা?
চাছা ঝিনুকের ছুরি দিয়ে
মিহি করে কাটা কুটি
নুনসহ কাঁচা লংকায় ডলে
ঝালভর্তা জীবন যায় চলে ।
আমিতো অনুভব করতে চাই.
ছোয়া চাই তোমার চাঁছুনির
আমি স্বাদ নিতে চাই
তোমার প্রিয় চুম্বনের ।
মাথা হতে লেজ পর্যন্ত চেছে
পাজর ভেদ করে বুকের অস্থিখানে
কেটে চিরে খুঁজে ফির সুখের অনুভব
কেন রসনায় করতে পারনা আস্বাদিত ?
চাইনা পেতে কারো ক্ষুধার্থ স্পর্শ
পরতে চাইনা কারো লোভের খপ্পরে
চিন্তা ও চেষ্টাও করিনা কভু পেতে
অশুরের মতন কোন কামনার সুখ ।
কৌশলী ছুরির আঘাতে ক্ষত বিক্ষত
বিপরিত স্রোতে ডুবন্ত নৌকার মত
ফুটু হওয়া আমের আটি হয়ে
তালহীন সুরে চলাটাই কষ্ট ।