প্রদীপের পানে চেয়ে চেয়ে
আধারের বুকে রয়েছি জাগি
আকাংখার আশার মধুর স্বপনে
রাঙ্গিয়ে দিতে তোমার হৃদয়খানি ।
ভেঙ্গে যেন না যায়
হৃদয় কোঠার দেয়াল গুলি
ছড়ায়ে যেন না পরে
পাহাড় প্রমাণ মৃতের অস্থিখুলি ।
সুবাস ছড়ায় উশিরের মত
শ্বেত ধুপের মত দহি
চুয়া চন্দন গন্ধ বিলায়
হৃদয়ের বৃন্তে ফোটে ফুল ।
প্রাণের ব্যদনা অশ্রুসম যেন
পড়েনা ঝড়ে বক্ষ মাঝে
বুকে জ্বলেনা যেন দেওটি
কোটি শিখা যেন জাগে ।
যৌবনের গরল সুরাপাত্র ফুটি
ধরব তুলে ভুজংগিনী উর্ধফনা
চুমিয়া তোমার হৃদয়ের মধু
বিষবহ্নি যেন নানেয় লুটি ।
মিথ্যে কামনার পিছে ঘুরিনাক
হয়নিতো এখনো তেমন উদাসি
ধরতে পারিনি অশ্রুহীন হাসী
শ্রদ্ধার আসনটুকুই হয়েছে বাসি ।
বুজিনি অধরে নাহিক তৃষ্ণা
রক্তে তব অচলন্ত নারী
রুধির নিংরানো রক্তিম চন্দন
ছড়িয়ে পড়েনা করতে বন্ধন ।
তাই তোমার নির্মেঘ চোখে
কভু নাহি জাগে অনুরাগ
শুধু জাগে করুনার সোহাগ
দুরে ঠেলে দেয়ার লাগি ।
করবনা করাঘাত স্পন্দহীন হৃদয়ে
জ্বলব ছলাময় গগনের নীচেই
পিপাসায় জ্বলি মৃত্যুর পাথারে
রাখব কথা থাকব এখানেই ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮