ঢাকানিউজ24ডটকম,নাটোর(০৪ফেব্রুয়ারি২০১২)
আম বয়ানের মধ্য দিয়ে আজ শনিবার সকাল থেকে নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৬ষ্ঠ মহিলা বিশ্ব ইজতেমা।
সকাল ১০টার দিকে স্থানীয় মাওলানা সাজেদুর রহমানের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ি বশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ইজতেমায় অংশ নিতে এবং বয়ান শুনতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মহিলারা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। ইজতেমায় দিনভর পুরুষ ও মহিলা বক্তারা ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করেন। ইজতেমাকে ঘিরে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাদা পেশাকধারী পুলিশের পাশাপাশি রাখা হয়েছে পোশাকধারী মহিলা পুলিশ।
মহিলা ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, টঙ্গির বিশ্ব ইজতেমায় পুরুষরা অংশ গ্রহন করলেও মহিলারা অংশ গ্রহন করতে পারেনা। এতে করে মহিলারা ইসলামের কথা শুনা থেকে বঞ্চিত থাকেন। এ কারনে তিনি নিজ উদ্যোগে ২০০৭সালে প্রথম আয়োজন করে মহিলা ইজতেমা। এবারও ৬ষ্ঠ বারের মত তিনি মহিলাদের জন্য আয়োজন করেছেন ইজতেমা। তিনি আরো জানান, গত বছর ইজতেমায় ১৫থেকে ২০হাজার মহিলা অংশ গ্রহন করেছিল। এবার তা ছাড়িয়ে ৫০থেকে ৬০হাজার মহিলা অংশ গ্রহন করবেন বলে আশা করা হচ্ছে।
শের আলী শেখ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দ্বীনি মহিলারা ইসলামের কথা শুনার জন্য ইজতেমায় অংশ গ্রহন করে থাকে। গত বছর ভারতসহ কয়েকটি দেশের দ্বীনি মহিলারা ইজতেমায় অংশ গ্রহন করেছিল। এবারও ইজমেতায় বিদেশী মেহমানরা অংশ গ্রহন করার জন্য রোববার ইজতেমায় আসবেন। আর বোববার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দুই দিন ব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা। এতে আখেরী মোনাজাত পরিচালনা করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক ড. হাফিজা নাসরিন।
ইজতেমায় অংশগ্রহনকারী তসলিমা খাতুন নামের এক মহিলা মুসল্লি জানান, প্রতি বছর সে এই ইজতেমায় অংশগ্রহন করে থাকে। এবারও তিনি ইজতেমায় এসেছেন ইসলামের কথা শুনার জন্য। তিনি জানান, ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় ইজতেমায় দ্বীনের কথা শুনার জন্য এখানে এসেছেন।
এবিষয়ে ইজতেমায় দায়িত্বে থাকা জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই ফরিদা ইয়াসমিন জানান, ইজতেমাকে ঘিরে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ টহল রাখা হয়েছে। যাতে করে কোন ধরনের বিশৃংখলা না ঘটে।
ঢাকানিউজ24ডটকম/প্রতিনিধি/এসএসএস.
নাটোর।