একজন বিশিষ্ট ব্লগার জনাব জানা সাহেবের
মন্তব্য পড়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। আবার ভালই লাগল তার নানা মুরুব্বিসুলভ পরামর্শ। তিনি আমার বিরুদ্ধে নানা ব্যবস্থা নেয়ার ভয়ভীতি দেখিয়েছেন। আমার ব্লগ বন্ধ করে দেয়ার কথাও বলেছেন। ২২ শে এপ্রিল সাম হয়্যার ইন ব্লগে আমার লেখা ""ছেলে প্রেসক্রিপশন লিখছে ডাক্তার-বাপের প্যাডে: কী ভয়ংকর অভিযোগ"" লেখার নীচে জনাব জানা সাম হয়্যার ইন ব্লগের কর্তৃপক্ষীয় ভাষায়ই এসব ব্যাবস্থাদির কথা বলেছেন।
ব্লগার জনাব জানার মুরুব্বি সুলভ; পাশাপাশি হুমকিমূলক পরামর্শের জন্য অজস্র ধন্যবাদ। কেননা এটা আমার জন্য তিতকুটে হলেও আমি আমার বক্তব্য জানানোর সুযোগ পেয়েছি। আমার মত হচ্ছে-- সবাই বলুক। নিজ নিজ অবস্থান থেকে বলুক। কাউকেই বাধাদান নয়। তাতে সব মত মিলে সবার জানাশোনায় পরষ্পর বোঝাপড়া হবে। তিনি বলেছেন-- সেটা আগে পড়ি। পরে সবিনয়ে আমার বক্তব্যও রাখছি। সবারই বলার অধিকার আছে। অবস্থান পরিষ্কার করার অধিকার আছে। তাই না।
ব্লগার জানার বক্তব্য--
জানা বলেছেন:
আপনার ব্লগে এর আগেও কয়েকবার এসেছি। আপনার সচেতনতা এবং অভিজ্ঞতা এই বিশাল কমিয়্যুনিটিকে সহযোগিতা করবে নিশ্চিত। একজন ডাক্তার হিসেবে আপনার এই দায়িত্বশীতাকে সম্মান জানাই। যেহেতু আপনি অল্প কিছুদিন হলো এখানে লিখছেন তাই হয়তো বা এই কমিয়্যুনিটির সাধারণ কিছু নিয়ম-নীতি এখনও বুঝে উঠতে পারেন নি।
এখানে কারোর ব্যক্তিগত বা কোন প্রতিষ্ঠানের সম্প্রচার/বিজ্ঞাপণ/প্রচারণা ইত্যাদি সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত। অর্থাৎ ব্যাক্তিগত বা কোন প্রতিষ্ঠানের ওয়েব লিঙ্ক, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি সহ যে কোন যোগাযোগমুললক ঠিকানা দিলে আমরা তা আমাদের নীতিমালার আওতায় বিবেচনা করে ব্যবস্থা নিই। এতে কোন আলোচনা ছাড়াই যেকোন মুহূর্তেই আপনার ব্লগটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হতে পারে।
একজন ডাক্তার হিসেবে আপনার সৎ উদ্দেশ্য ও সৎ মানসিকতা এবং দায়িত্বশীলতার বিষয়িটি মাথায় রেখে আমরা আপনার ব্লগটি আজই বন্ধ করছি না। অনুরোধ থাকছে, আজই যাবতীয় লিঙ্ক, ঠিকানা এবং ইমেইল আইডি মুছে দিয়ে ব্লগটি সচল রাখুন।
আমার বক্তব্য :#> :#> :#>
জনাব/ জনাবা জানাকে
অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে মনের খেয়ালে লিখি। লেখালেখি আমার পেশাও নয়। আর নিজের পরিচয় গোপন করে কোন আততায়ীর মত বিতর্কিত কোন বিষয়ে আমি লিখছি না। নিছকই জনসচেতনতা বিষয়ে মনের খেয়ালে লিখি। সুতরাং পরিচয় গোপন করার আগ্রহ আমার নেই। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ভার্সিটি--বিএসএমএমইউ হাসপাতাল সহ নানা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ইতিবাচক কল্যানকর প্রচারনামূলক লিখি আমি। এটা লেখাও আমার অধিকার বলে মনে করি।এসব মানুষের জানার অধিকার আছে। এসব গোপন করার কি আছে। সেখানে যাতে সাধারন মানুষ গিয়ে কম পয়সায় সেবা পায় সেটা বার বার জানিয়ে চলছি আমি। আমার লেখা ব্লগ আপনার মত কারো হুমকির মুখে পড়লেও আমি এই কাজটা সবিনয়ে চালিয়ে যেতে চাই। কেননা সেবা হোক অনেকের--সেটা নিয়ে কোন কুটতর্ক হয় না। আমি লিখতে পারি বা না পারি_-আপনার মত কারো হুমকির মুখে পড়লেও এই সেবা আমি চালিয়ে যাব। সাধারন মানুষ যেখানে কম খরচে ভাল সেবা পাবে-- তা জানান আমার কর্তব্য বলে মনে করি।
অঅপনি যাই বলুন, যতদিন লিখতে পারি, আমি এই সেবা চালিয়ে যাব। এমনিতেই দেশের ডাক্তারদের ব্যপারে শত অভিযোগ। এসব অভিযোগ নিয়ে মিথষ্ক্রিয়া দরকার। পক্ষ বিপক্ষের কথা বলা দরকার। এটা উন্নত সমাজ গঠনে দরকার। অনেকেরই অভিযোগ মতে-- আমরা প্রাকটিসিং ডাক্তাররা চেম্বার নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্য কাজ করার ফুরসত পাই না। সেই অভিযোগ যে সত্য নয় আমি দাবি করছি না। তারপরও সময় নিয়ে লিখার চেষ্টা করছি-- এটা যদি আপনার মনে কোন কষ্টের সঞ্চার করে_- আমি দু:খ প্রকাশ করছি। তবে লেখাটা সাধ্য মত চালিয়ে যেতে চাই।
এখন আপনি বা আপনার মত শক্তিশালী ব্লগাররা যদি হুমকি দেন, ভয় ভীতি দেখান--লিখতে না দেন-- কি আর করার--বোঝাই যাচ্ছে-- সরে যেতে বাধ্যই করবেন আপনারা।
এখানে নিশ্চয়ই আপনার নজর এড়ায়নি --যেটা আপনি লিখেছেনও যে-- আমি ব্লগে নিজের ইমেইল ঠিকানা দিয়েছি। আপনি কেমন ভাবে নিয়েছেন জানিনা , তবে কিছু রেসপন্স পেয়েছি। একাধিক মেইলার তাদের সমস্যাদি লিখে জানিয়েছেন। এরমধ্যে সিঙগাপুর, কানাডার ভুক্তভোগী রয়েছেন। আমার ইচ্ছে আছে-- তাদের বলা সমস্যা নিয়ে আমার পরামর্শ দিব। তবে তাদের নাম ঠিকানা দেবনা। এরমধ্যে কি সমস্যা দেখলেন জানি না। তবে যদি আপনার অনুমতি করেন--জনস্বার্থে কাজটা চালিয়ে যেতে চাই। আপনার জানা থাকার কথা সবাই আইডি খুলে আমার কলামের নীচে তার সমস্যা বলার পদ্ধতি জানেনা। আবার অনেকে আগ্রহীও না। সাম হয়্যার ইন বলগের মাধ্যমে দেশ বিদেশের এই মানুষরা যদি একটু সুবিধা পায়_ আর আমিও যদি তাদের সঙ্গে যোগাযোগের সৌভাগ্য অর্জন করি--- একটু সহজভাবেই নিন না ভাই।
হ্যাঁ, আমার ব্লগপেজে আমার পরিচয় আছে। কোথায় কাজ করি, কি পড়াই-- পড়ি, কোথায় চেম্বার করি--তা উলেলখ আছে। এসব তো গোপন করার বিষয় না। কেন গোপন করব। আপনি জনৈক জানা_-নিশ্চয়ই এটা ছদ্ম নাম। নিশ্চয়ই আপনার আরেকটা নাম আছে -- পরিচয় আছে-- সেটা আপনি যদি দেন-- আমি তো আপত্তিকর কিছু দেখি না। আপনার সম্পর্কে যদি জানি সমস্যা কি!
তবে হ্যা, বনফুল ছদ্মনামে অনেক বড় লেখক হয়েছিলেন। আপনিও জানা নামে অনেক খ্যাতি অর্জন করুন। আমি গভীরভাবে প্রত্যাশা করি।
কিন্তু অঅমার তো ছদ্ম পরিচয়ে লেখার ইচ্ছে নাই। তাছাড়া আমি যেসব বিষয়ে লিখে থাকি-- তা বিতর্কিত বিষয় নয়। নাম গোপন করব কেন! পরিচয়ও বা কেন। আর আমার নাম পরিচয় উলেলখ আছে বলেই আমি প্রতিটি লেখায় রোগী ভুক্তভোগীদের চেম্বার মুখী হতে নিরুৎসাহিত করি। কোথায় সহজে কম টাকায় ভাল চিকিৎসা পাওয়া যায়-- তা বলি। এটা ভুক্তভোগীদের জানার অধিকার আছে। তারা বেশীর ভাগই তা জানেনা। জানলে কোন সমস্যা দেখিনা।