ব্লগে অনেক সুন্দর সুন্দর কবিতা গল্প, অনুগল্প, ছড়া, আজাইরা ক্যাচাল ইত্যাদি নিয়মিত পোস্ট হয়ে থাকে। কিন্তু বিজ্ঞান বিষয়ে কোন লেখাই দেখতে পাই না। কেন? ব্লগটাতে কি একজন বিজ্ঞানপ্রেমী ব্লগারও নেই? এত এত কবিতা বা রাজনৈতিক পোস্ট হয় অথচ বিজ্ঞান বিষয়ক একটা পোস্টও গত ছয়মাসে আমার চোখে পড়েনি। আমি ব্লগার হিসেবে নতুন, কিন্তু সামু ভিজিট করি নিয়মিত ২বছর ধরে। আমার বিজ্ঞান বিষয়ে খুব আগ্রহ। কিন্তু আফসোস, প্রিয় সামুতে বিজ্ঞানের কোনো নামগন্ধই নেই। যাও দুএকটা লেখা গুগলিং করে পাওয়া যায় তাও অনেক পুরোনো।
সামু একটি মত প্রকাশের উন্মুক্ত প্লাটফর্ম। বাংলাদেশের সব বিজ্ঞানী কি ন্যাচার বা সাইন্স ম্যাগাজিনে লেখে নাকি যে সামুতে লেখার প্রয়োজনীয়তা নেই?
বিজ্ঞানীরা আসুন সামুকে বিজ্ঞান ব্লগ বানিয়ে ফেলি। প্রামাণিক ভাই যতগুলো ছড়া লিখবে ততগুলো বিজ্ঞানবিষয়ক লেখা যেন সামুতে প্রকাশিত হয়।
শুভ বিদায়।
প্রামাণিক ভাইকে শ্রদ্ধা করেই তার নামোল্লেখ। উল্টো মানে বুঝবেন না কেউ দয়া করে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭