অনেক কথাই হয়নি বলা তোমায়
তবু খুব সামান্য কিছু কথাই আছে বাকি !
বয়স বাড়তেই হারিয়েছে কিছু কথা
কিছু কথা শুষে নিয়েছে বালিশ,
কিছু কথা স্মৃতিকে দিয়েছে ধোঁকা
ছিল যারা তীব্র অভিমান, আদুরে নালিশ ।
কথা কিছু অস্তরবি হয়ে
ডুব মেরেছে দিগন্তের এক ভাঁজে,
কিছু কথা ভীষণ বিরক্ত
চলে গেছে , ব্যস্ত নিজের কাজে ।
কিছু কথা নিয়ন বাতির মতো
মলিন আলো দেয় অলক্ষ্যেতে,
কিছু কথা ভীষণ মুখচোরা
লুকিয়ে থাকে কৃষ্ণপক্ষেতে ।
কিছু কথা ভেসেছে বেনোজলে
কেউ ঢাকা পড়ে মিথ্যে হাসির নিচে,
কিছু কথাকে ভোলাই অলীক সুখে
কেউ তবু বিদ্রোহী , থামাই জোর করে ।
কিছু কথা রোজ হারায় পথের বাঁকে
কিছু কথার কাগজেতেই স্থিতি,
দমকা হাওয়া হঠাৎ ই কাড়ে কিছু
কারো গন্তব্য তোমার অলীক উপস্থিতি।
কথা কিছু কিছু জমে কিন্তু রোজ
মনের ভুলে হারাই তবু , ছাই !
অনেক কথাই বলতে পারিনি তোমায়
সামান্যই তবু বাকি থেকে যায় ...