কি ডাকি তাকে ?
( সামনা সামনি ) মা , আম্মা , মামণী , আম্মু , মাম্মি , মাম্ ইত্যাদি ।
(আড়ালে ) হিটলারনি , দজ্জালনি , আজাইরা , খান্ডালনি ( চলতে থাকবে ....)
কেমন তারা ?
একটু রাগী , একটু অভিমানী , একটু উদার , একটু হিংসুটে , একটু ঝগড়াটে , একটু সেন্টি আর ..................
এত্তগুলা চুইট !!!!
কি করেন তারা ?
গুরুত্বপূর্ণ(!) কাজ :-
১। "সারাদিন খালি টিভি আর টিভি .. মন চায় বাইড়ায়ে এইগুলা ভাইঙ্গা ফালাইতে ! "( ভাঙ্গো না ক্যান ? তাইলে একটা এল.ই.ডি কিনা যাইত !)
২। " রুমের দরজা লাগায়ে পড়িস তো নাকি খালি মোবাইল আর পিসি টিপিস !!" ( আররে আজিব !)
৩। " রেজাল্টের এই অবস্থা ক্যান ? হবে না ? পড়াশোনা করিস ? " ( মন চায় তোমার মার্কশিট গুলা বাইর করতে !)
৪। "দাড়া , আজকে বাসায় আয় খালি ! কত ধানে কত চাল হয় বুঝামু !" ( চাল দিয়া কি করমু ? ব্যবসা ??!!)
৫। " তোর ক্লাসের ফার্স্ট গার্লের থেকে ১০ ক্যামনে কম পাইলি ? ওরে কি ওর মা বাপ ভাত খাওয়ায় আর তোরে কি গোবর খাওয়াই !!!" ( কি জানি ! বিশ্বাস নাই তোমার ! খাওয়াইতেও পারো !!)
৬। " এইটা কি মানুষের রুম নাকি গোয়ালঘর !" ( আমারে দিন রাত
গরু কওয়ার ফল বোঝো এইবার !)
অ-গুরুত্বপূর্ণ(!!!) কাজ :-
১। দিনভর গালি গালাজ করেও রাতে গায়ে কাথা আছে কি না চেক করা ..
২। চেহারা দেখেই দুপুরে খেয়েছি কি না বলতে পারা ..
৩।টানাটানির সংসারেও আমার প্রতিটা শখ আহ্লাদ মেটানো
৪। ফোনে বলা একটা ভালো আছি মানে যে আমার মন ভাল নেই অথবা কতদিন তোমার রান্না খাই না এটা বুঝতে পারা
৫। , ৬। , ৭। ......... এবং আরো অসংখ্য ....
আর কিছু বলবো না , তুমি তো তুমি-ই ... " আমার মা " !!!